বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

‘আমার দেশের শিল্পীকে অপমান করবে, সেটি হতে দেব না’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘ছায়াবাজ’ চলচ্চিত্রে অভিনয় করতে বাংলাদেশে এসেছিলেন কলকাতার সিনেমার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এসেই জড়িয়ে পড়েন বিতর্কে। নায়ক জায়েদ খানের সঙ্গে এক সপ্তাহ শুটিং করার পর নৃত্য পরিচালক মাইকেল বাবুর অসদাচরণসহ কয়েকটি অভিযোগ তুলে কলকাতায় ফিরে যান সায়ন্তিকা।

এছাড়া ছবির শুটিংকে ঘিরে প্রযোজকের নামে নানা ধরনের অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন নায়ক-নায়িকা দুজনই। এবার গণমাধ্যমে কথা বলেছেন প্রযোজক মনিরুল ইসলাম।

শুটিং হয়েছে মাত্র এক সপ্তাহ। খরচ হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। এরপরই প্রযোজকের সঙ্গে কলকাতার নায়িকা সায়ন্তিকার দ্বন্দ্বে অনিশ্চিত হয়ে পড়েছে ‘ছায়াবাজ’ সিনেমার বাকি কাজ। চলছে কাঁদা ছোড়াছুড়ি। এরমধ্যে সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম জানান, নৃত্য পরিচালকের কাছে সায়ন্তিকা ক্ষমা না চাইলে এই সিনেমার কাজ শেষ করবেন না তিনি।

একটি গণমাধ্যমকে মনিরুল ইসলাম বলেন, ‘নৃত্য পরিচালক মাইকেল বাবুর সঙ্গে সায়ন্তিকা ও জায়েদ খান গানের শুটিং করতে চাননি। তাঁরা দুজন মিলে মাইকেলকে  অপমান–অপদস্ত করেছেন। ৬ সেপ্টেম্বর লোকেশনে কাজ না করে তাঁরা মাইকেলকে সারাদিন বসিয়ে রেখেছিলেন। এখন মাইকেলের কাছে ক্ষমা চাইতে হবে। শুটিং নিয়ে নানা ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে, তা না হলে কাজ করব না।’

এই প্রযোজকের কথা, ‘আমার দেশের শিল্পীকে অপমান করবে, সেটা আমি একজন সিনেমার মানুষ হয়ে মেনে নেব না। কারণ, আমার দেশকে অন্য দেশের মানুষ এসে ছোট করতে পারেন না।

আজ মাইকেলকে অপমান করেছে, কাল পরিচালকের সঙ্গে করত, আরেক দিন হয়তো ইউনিটের অন্য কারোর সঙ্গে করত। সেটি হতে দেব না। এর সমাধান না হলে কাজ আর করব না। যা ক্ষতি হয় হবে।’

কথা ছিল এই গল্পে ওয়েব ফিল্ম নির্মাণের। কিন্তু জায়েদ খান প্রযোজককে অনুরোধ করেন সিনেমা বানাতে। আর তার অনুরোধ রাখতে গিয়েই ওয়েব ফিল্ম হয়ে গেল সিনেমা ‘ছায়াবাজ’। কিন্তু সেই জায়েদ খানই তাকে ফাঁসিয়ে দিলেন। প্রযোজক বলেন, জায়েদ খানের অনুরোধে এই সিনেমা শুরু করা। তা না হলে আমি করতাম না। অথচ জায়েদ খান ও সায়ন্তিকা মিলে ফাঁসিয়ে দিল আমাকে।’

আরো পড়ুন: এবার চুমুর দৃশ্য নিয়ে আলোচনায় জয়া আহসান

অন্যদিকে ছবির শুটিংকে ঘিরে প্রযোজকের নামে নানা ধরনের অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন নায়ক-নায়িকা দুজনই। সায়ন্তিকা গণমাধ্যমে বলেছেন, শুটিং চলাকালীন নানা ধরনের অব্যবস্থাপনা ছিল। এদিকে জায়েদ খানও প্রযোজকের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন।

গত ২৯ আগস্ট তাজু কামরুলের পরিচালনায় সায়ন্তিকা ও জায়েদ খানকে নিয়ে ‘ছায়াবাজ’ ছবির শুটিং শুরু হয় কক্সবাজারে। এক সপ্তাহ টানা শুটিং করে ৭ সেপ্টেম্বর দেশে ফিরে গেছেন সায়ন্তিকা।

শোনা যায়, একটি গানের দৃশ্যের সময় নৃত্য পরিচালক মাইকেল বাবু না বলে সায়ন্তিকার হাত ধরে গানের দৃশ্য বুঝিয়ে দেওয়ার কারণেই নাকি নায়িকা চটেছেন। পরবর্তী সময় গানের কাজ শেষ না করেই দেশে ফিরে গেছেন এই নায়িকা।

এসি/ আই.কে.জে


শিল্পীকে অপমান মনিরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন