শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যদি কখনো মনে পড়ে একটা চিঠি দিও

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রিয়তমা, 

এটা কোনো কবিতা নয়, তোমার কাছে আমার ছোট্ট একটা চিঠি। মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার সাথে কথা বলি। জড়তার কারণে হয়ে উঠে না।

আবার মাঝে মাঝে তোমায় কোনো একটা কবিতার মাঝে খোঁজার ব্যর্থ চেষ্টা করি কিন্তু পাই না।

আমার মনে হয় কোটি বছর তোমার সাথে আমার কথা হয় না, আশা করি তুমি ভালো আছো। আমিও ভালো আছি ঠিক তুমি যেমনটা চেয়েছিলে তেমনি।

এখন আর আমার কবিতা লেখা হয় না আগের মতো। মাঝে-মধ্যে লিখি তোমার জন্য। যদিও অনূভুতিগুলো  একান্ত আমার। তারপরও লিখি তোমার জন্য। 

ঠিক তোমার ডাকনাম ভুলে এখন সর্বনামে চিঠি লিখি আর চিলেকোঠার স্বপ্ন দেখি। আমায় যদি কখনো মনে পড়ে একটা চিঠি দিও, তবুও কেমন আছি জানতে চেও।

-ইতি

তোমার মাইনুল ইসলাম

আরো পড়ুন: নতুন প্রজন্মের কাছে এক বীর মুক্তিযোদ্ধার খোলা চিঠি

এসি/ আই. কে. জে/

চিঠি

খবরটি শেয়ার করুন