শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আরামদায়ক হোক আপনার হাই হিল জুতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

হাই হিল জুতা পরতে কার-না ভালো লাগে। এতে যে শুধু আপনার উচ্চতা বাড়ে তা নয়, তার সঙ্গে সঙ্গে পুরো লুকটাই পাল্টে যায়। তা ছাড়া এই হাই হিল জুতা এতটাই বর্ণময় যে, জুতার দোকানে গিয়ে সবার আগে আপনার চোখ ওখানেই আটকে থাকে। তবে হাই হিল জুতা আর হিল ছাড়া জুতার ধরন কিন্তু একদমই আলাদা। হাই হিল জুতার ক্ষেত্রে ওই সরু হিলের ওপরই আপনার শরীরের পুরো ভারসাম্য বজায় থাকে। এ ছাড়া হাই হিল জুতার সঙ্গে জড়িয়ে থাকে পায়ের আরাম।

তাই হাই হিল জুতা কেনার আগে অবশ্যই এই জরুরি টিপসগুলো জেনে নিন–

>> আগে হিলের ধরন বুঝে নিন- হিল জুতা বা হাই হিল মানেই কিন্তু পেনসিল হিল নয়। অর্থাৎ আপনি যদি এই ভয়ে থাকেন যে অত সরু হিল জুতা পরে আপনি হাঁটতেই পারবেন না, তা হলে ভুল ভাবছেন। হিল জুতো চওড়াও হয়। তাই হিল জুতা কিনতে যাওয়ার আগে হিলের টাইপ বা ধরন বুঝে নিন। সাধারণত ওয়েজ হিল, স্পুল হিল, স্ট্যাক হিল আর চাঙ্কি হিল বেশ চওড়া হয়। আপনি যদি প্রথমবার হিল জুতা ট্রাই করে দেখতে চান, তাহলে এ-জাতীয় হিল বাছবেন। এগুলোতে ভারসাম্য ভালো বজায় থাকে। চট করে পা মচকে যাওয়ার আশঙ্কা থাকে না।

>> জুতার সামনের অংশ- হাই হিল কেনার সময় শুধু হিল অংশটুকু দেখে নিলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। জুতার সামনের অংশ কতটা চওড়া আর আরামদায়ক, সেটাও দেখে নিতে হবে। আপনি যখন দাঁড়িয়ে আছেন, তখন কিন্তু পায়ের সামনের অংশেও শরীরের ভার থাকে। তাই যে হিল জুতার সামনের দিকটা নরম এবং স্পেসযুক্ত, সেরকম জুতা বেছে নিন।

>> হিলের দৈর্ঘ্য- জুতা বিশেষজ্ঞ এবং নির্মাতারা বলছেন, যদি শুধুই উচ্চতা বাড়ানোর জন্য হাই হিল পরতে চান, তা হলে তিন ইঞ্চির বেশি হিল পরবেন না। এর বেশি দৈর্ঘ্য হলে সেটা খুব একটা আরামদায়ক হবে না। তার চেয়ে এমন জুতা বেছে নিন, যাতে তিন ইঞ্চির হিল আছে আবার জুতার সামনের দিকটা প্ল্যাটফর্মও উঁচু হয়। এতে উচ্চতা অনেকটাই বেশি দেখাবে। যারা প্রতিদিনের কাজের বাইরে বেরোন, তারা কিটেন হিল বেছে নিতে পারেন।

আরো পড়ুন: জুতা–মোজার দুর্গন্ধ ঠেকানোর সহজ ১০টি উপায়

>> জুতার সামনের দিক- এটা মনে হওয়া অস্বাভাবিক নয় যে, হাই হিলের সামনের দিকটা যদি পয়েন্টেড হয়, তাহলে সেটা দেখতে বেশি ভালো লাগে, ঠিক কথা। কিন্তু জুতা মানে শুধুই ফ্যাশন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আরামও। সামনের দিকটা সরু বা ছুঁচালো হলে আপনার পা যথেষ্ট জায়গা পাবে না। তার চেয়ে বেছে নিন আমন্ড শেপের টো, যা বেশ ছড়ানো হয় আর দেখতেও ভালো লাগে।

এম এইচ ডি/ আইকেজে 

আরামদায়ক হাই হিল জুতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন