রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আকাশী নীল-সাদার আর্জেন্টিনা দল লম্বা সময় পর আবারও মাঠে নামছে। কাতার বিশ্বকাপের পর চার ম্যাচ খেললেও এর সবই ছিল প্রীতি ম্যাচের অধীনে। সেই অর্থে, বিশ্বকাপ ফাইনালের পর এটাই আর্জেন্টিনার প্রথম বড় পরীক্ষা। বিশ্বকাপে জায়গা নিশ্চিতের লক্ষ্যে ফিফা বাছাইপর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। 

দুই দলের মুখোমুখি লড়াইয়ের শেষ ২০ ম্যাচের ১১ টিতেই জয় নিয়ে ফিরেছে আলবিসেলেস্তেরা। ইকুয়েডর জয় পেয়েছে ৩ ম্যাচে। আর বাকি ৬ ম্যাচ শেষ হয়েছে ড্রতে। গত বছর কাতার বিশ্বকাপের বাছাইপর্বেই শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। এনার ভ্যালেন্সিয়ার অন্তিম মুহূর্তের গোলে সেই ম্যাচ ১-১ গোলে ড্র করে স্বাগতিক ইকুয়েডর। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নামার আগে বিষয়টি নিশ্চিতভাবেই স্বস্তি দেবে তাদের। 

অপরদিকে নিজেদের সবশেষ ১০টি ম্যাচের সবকটি জিতে লিওনেল স্কালোনির দল আছে দারুণ ফর্মে। সবশেষ হার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে। নতুন বিশ্বকাপে যাত্রাটা সুন্দরভাবেই শুরু করতে আগ্রহী তারা। 

চোটের কারণে দলে নেই পাওলো দিবালা ও এমি বুয়েন্দিয়া। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন মার্কোস আকুনিয়া, লুকাস ওকাম্পোস ও জিওভানি লো সেলসো। ৪-৪-২ ফরমেশনে দেখা যেতে পারে আর্জেন্টিনাকে। যেখানে স্বাভাবিকভাবেইই শুরু থেকে দেখা যাবে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/জুলিয়ান আলভারেজ।

আর.এইচ/ আই.কে.জে/

আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250