শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আলাদা ডেস্ক খুলে রুপিতে লেনদেনের গ্রাহক খুঁজছে ব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আলাদা ডেস্ক খুলেও রুপিতে লেনদেনের গ্রাহক পাচ্ছে না রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংক। এজন্য বাংলাদেশ ব্যাংকের তৎপরতা দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা। আর ব্যবসায়ীদের দাবি, শুধু রুপি নয়, লেনদেন করতে হবে টাকায়ও। তবে বিশ্লেষকরা বলছেন, কিছুটা সময় লাগবে লক্ষ্য পূরণে। ত্বরিৎ গতিতে এর সুফল পেতে রুপিতে ঋণ নেয়ার পরামর্শও তাদের।

গেল ১১ জুলাই দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করে বাংলাদেশ ও ভারত। নতুন উদ্যোগে পণ্য আমদানি-রপ্তানিতে ডলারের পাশাপাশি রুপিতে হবে লেনদেন। তবে এই উদ্যোগের দুই সপ্তাহ পার হলেও মিলছেনা আশানুরুপ সারা। বাংলাদেশের সোনালী এবং ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এই লেনদেন হওয়ার কথা থাকলেও গ্রাহক পাচ্ছেন না সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। 

এই উদ্যোগকে স্বাগত জানালেও ব্যবসায়ী নেতারা বলছেন দু’দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এবং উদ্দেশ্য ফলপ্রসূ করতে রুপির পাশাপাশি লেনদেন চালু করতে হবে টাকাতেও। 

(জিএফএক্স) বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ভারতে বছরে দুই বিলিয়ন অর্থাৎ দুইশো কোটি ডলার পণ্য রপ্তানি করে বাংলাদেশ, আর আমদানি এর সাতগুণ অর্থাৎ  ১৪ বিলিয়ন ডলার।

আরো পড়ুন: আজ থেকে নতুন মূল্যে ডলার

নতুন উদ্যোগে বলা হয়েছে, বাংলাদেশ যতটুকু ভারতে রপ্তানি করবে ঠিক ততটুকুই রুপিতে করতে পারবে আমদানি। বাকিটা লেনদেন হবে ডলারে। 

(জিএফএক্স) রুপি এবং টাকায় লেনদেনের জন্য প্রাথমিকভাবে সোনালী ব্যাংকসহ বাংলাদেশ ও ভারতের মোট চারটি ব্যাংককে দেয়া হয়েছে অনুমোদন। প্রথম দিনেই ১৬ মিলিয়ন রুপির পণ্য রফতানি এবং ১২ মিলিয়নের আমদানির ঋণপত্র খোলা হয়। 

এসি/ আইকেজে 

ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন