শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে খাবার বেশি খেয়ে অস্বস্তিতে ভুগলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

অনেকেই আছেন, যারা পছন্দের খাবার সামনে দেখে আর জিব সামলিয়ে নিতে পারেন না। তারা হরহামেশাই খাবার বেশি খেয়ে অস্বস্তিতে ভোগেন। ঈদের দিনে রকমারি আর সুস্বাদু রান্নার কারণে প্রায় কমবেশি সব পরিবারেই এখন এই একটি সমস্যা দেখা দিতে পারে। তাই এমন সমস্যার চটজলদি সমাধান কী করবেন তাই নিয়ে আজকের আয়োজন।

যদি বেশি খাবার খেয়েই ফেলেন, তখন যে কাজটি করবেন তা হলো আর খাবার না খাওয়া।

এই সময় খাবার দ্রুত হজমের জন্য মিষ্টি দই খেতে পারেন। তবে দই ছাড়া আর কিছু খাবেন না। খাবারের মেন্যুতে যদি বোরহানি থাকে তবে আগে খেয়ে নেবেন।

বেশি খাওয়ার ফলে এই সময় ফ্যানের বাতাসে বা প্রাকৃতিক বাতাসের সংস্পর্শে থাকতে চেষ্টা করুন। এতে অনেকটাই আরাম মিলবে। পাঁচ মিনিট এভাবে বাতাসে থাকার পর ধীরগতিতে হাঁটতে থাকুন। এতে আপনার পাচনক্রিয়া দ্রুত কাজ করবে।

যদি বেশি খাওয়ার ফলে অস্বস্তির সঙ্গে অ্যাসিডিটি বা পেটে গ্যাসের সমস্যায় ভোগেন, তবে খাওয়ার আধঘণ্টা পর একটি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতে পারেন।

এতে পরিস্থিতি সামাল দেয়া হয়ে গেলে ভাববেন না আপনার কাজ শেষ। সকালে কালি পেটে এক গ্লাস চিনি ছাড়া ইসবগুল খেয়ে নিন। এতে পেটের সব সমস্যা যেমন দূর হবে, তেমনি মেটাবলিজম সিস্টেমও বুস্টআপ হবে। তবে সবসময় চেষ্টা করুন বেশি খাবার না খেতে। কেননা, বেশি খাবার খেলে অনেক ক্ষেত্রে আপনার শুধু অস্বস্তিই কাজ করবে না, বমিভাবও চলে আসবে। কখনো-বা তা হতে পারে হার্ট অ্যাটাকের কারণ।

এম/

আরো পড়ুন:

কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব

Important Urgent

খবরটি শেয়ার করুন