রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি

এই গরমে শিশুদের জন্য ডাবের পানি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

ডাবের পানিতে মোনোলৌরিন নামক একটি যৌগ আছে, যেটি শিশুদের নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে, ঠান্ডা ও ফ্লু থেকে বাঁচতে, সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম করে। ডাবের পানিতে আছে সোডিয়াম, কোলেস্টেরল, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন-সি, শক্তি ইত্যাদি নানা পুষ্টিগুণ। সাধারণত শিশুর জন্মের প্রথম ছয় মাস পর থেকে ডাবের পানি খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। এতে যেসব উপকারিতা আছে তা নিম্নরুপ-

 গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা থেকে বাঁচতে সাহায্য করে।

 নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে, ঠান্ডা ও ফ্লু থেকে বাঁচতে এবং বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম।

 পেটের নানা সমস্যা, যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, আলসার নিরাময়ে সাহায্য করে।

 অন্ত্রের কীট নির্মূল করতেও এই পানি সহায়ক।

 মূত্রনালির সংক্রমণ চিকিৎসা করে এবং কিডনির পাথর দ্রবীভূত করে।

 বদহজম ও ডায়রিয়ার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাওয়া তরল প্রতিরোধ করতে সক্ষম।

 অতিরিক্ত গরমের ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা হয়। ডাবের পানি শরীরে পানির এই ঘাটতি পূরণ করে।

আরো পড়ুন: শিশুর উচ্চতা বৃদ্ধিতে তিন খাবার

পরামর্শ-

 একেবারে একসঙ্গে নয়, এক ঢোক করে পান করাতে হবে।

 শীতকালে ডাবের পানি পান না করানোই ভালো। এতে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে।

 শিশুর ফল বা বাদামে অ্যালার্জি থাকলে ডাবের পানি এড়িয়ে চলুন।

এমএইচডি/

ডাব ডাবের পানি গরম শিশু ডিহাইড্রেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250