শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

এক্সএআইয়ের প্রথম মডেল বাজারে আনার ঘোষণা ইলন মাস্কের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ এক্সএআইয়ের প্রথম মডেল শনিবার (৪ নভেম্বর) নিদির্ষ্ট সংখ্যক গ্রাহকের জন্য প্রকাশ করা হবে।

শুক্রবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) এক বার্তায় এ কথা জানান বিলিয়নিয়ার ও টেসলার সিইও ইলন মাস্ক।

এতে তিনি লিখেছেন, আগামী (৪ নভেম্বর) এক্সএআই একটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য তার প্রথম এআই প্রকাশ করবে। গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে এটিই হচ্ছে বর্তমানে বিদ্যমান সবগুলো এআই থেকে সেরা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির বাজারে আসার প্রায় এক বছর পর এই এআই বাজারে নিয়ে আসছে এক্সএআই। চ্যাটজিপিটি বাজারে আসার পর জেনারেটিভ এআই প্রযুক্তির গ্রহণযোগ্যতা বেড়েছে। 

উল্লেখ্য, ২০১৫ সালে যাত্রা শুরু করে ওপেন এআই। সে সময়ে কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক। কিন্তু ২০১৮ সালে তিনি কোম্পানিটির বোর্ড থেকে পদত্যাগ করেন।

শনিবার (৪ নভেম্বর) আরেক এক্স পোস্টে ইলন মাস্ক জানিয়েছেন, পরবর্তীতে এক্সএআই এর জিআরওকে সিস্টেম সব এক্স প্রিমিয়াম প্লাস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে নতুন ফিচার

এর আগে ১২ জুলাই ‘এক্সআই’ চালু করার ঘোষণা দেন টুইটারের মালিক ইলন মাস্ক। সে সময়ে তিনি জানিয়েছিলেন যে ‘মহাবিশ্বের প্রকৃত প্রকৃতি বোঝার’ লক্ষ্যেই মূলত ‘এক্সএআই’ চ্যাটবটটি আনা হয়েছে।

এক্সএআই নিয়ে কাজ করা দলের মধ্যে ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টুইটার ও টেসলার সাবেক কর্মীরা রয়েছেন। তারা ডিপমাইন্ডের আলফাকোড এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ৩.৫ আর চ্যাটজিপিটি-৪ চ্যাটবটের মতো প্রজেক্টে কাজ করেছেন। ধারণা করা হচ্ছে, মূলত ওপেনএআই, গুগল ও অ্যান্থ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি এই চ্যাটবটটি নিয়ে হাজির হয়েছেন।

এসকে/ 

ইলন মাস্ক এআই এক্স টেসলার সিইও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250