ছবি: সংগৃহীত
আগেই জানা গিয়েছিল এবাদতকে উন্নত চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে। তবে কোন দেশে পাঠানো হবে বা এখনই পাঠানো হচ্ছে কি না এ নিয়ে ছিল ধোঁয়াশা।
এ ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'এ ব্যাপারে একটা পরিকল্পনা আছে। তবে পাঠাব বললেই তো আর পাঠানো যায় না। প্রস্তুতির একটা ব্যাপার আছে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য যা আছে। আমরা ইংল্যান্ডে ডাক্তারের কাছে আবেদন করে রেখেছি। কিন্তু তাকে (এবাদত) পাঠাবো কি না এখনো নিশ্চিত না।'
তিনি বলেন, 'এটার প্রক্রিয়া চলছে, তবে আমরা প্রস্তুত থাকছি। দরকার হলে যেন যেতে পারে। কিন্তু সে যাবে সেটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। এটা ধরেন এই সপ্তাহের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কি করবো না করবো। যদি যায় তার সঙ্গে কেউ না কেউ তো যাবে।'
আর.এইচ
খবরটি শেয়ার করুন