সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান। ফাইল ছবি
সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান (৮১) মারা গেছেন। রবিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ধোপাখোলার নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৮ আগস্ট) ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ মতিউর রহমানের জ্যেষ্ঠ পুত্র মোহিত উর রহমান শান্ত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহিত উর রহমান জানান, মরহুমের নামাজের জানাজা সোমবার বাদ আছর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন মতিউর রহমান।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহকে মুক্ত ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর একুশে পদক পান সামরিক স্বৈরাচার বিরোধী সব গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম এই নেতা।
১৯৫৮ সালে আওয়ামী রাজনীতিতে নাম লেখান এই নেতা। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দুই মেয়াদে দীর্ঘ ২৩ মাস কারাবরণ করেন তিনি। সাংগঠনিক জীবনে অধ্যক্ষ মতিউর রহমান দুইবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১৯৯৬ সাল থেকে টানা ১৮ বছর দায়িত্ব পালন করেন।
১২ ই জানুয়ারি ২০১৪ থেকে ৬ জনুয়ারি ২০১৯ পর্যন্ত মতিউর রহমান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে ১৯৮৬ ও ২০০৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন