রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন বাংলাদেশের সেনাপ্রধান *** জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ *** শুল্ক নিয়ে সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করবেন ড. ইউনূস *** খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানে বিরল ‘ফতোয়া’ জারি *** ‘দুই নেতার বৈঠকের পর সম্পর্কের বরফ কতটা গলছে’ *** আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি *** এখন থেকে কাদের সিদ্দিকী ‘জয় বাংলা’ বলবেন যে কারণে *** এবার ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী *** বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি

কবরস্থানের নিবন্ধন খাতায় ১৫ আগস্টে নিহতদের নাম নেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: বনানী কবরস্থান

১৯৭৫ সালের ১৫ আগস্টে যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাকিদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছিল। তবে তাঁদের কারও নাম  কবরস্থানের নিবন্ধন খাতায় নেই। 

সম্প্রতি একটি গবেষণা করতে গিয়ে গবেষকদের কাছে বিষয়টি ধরা পড়ে। মঙ্গলবার (১৫ আগস্ট) বনানী কবরস্থানের নিবন্ধন খাতা দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এব্যাপারে কবরস্থানের ইমাম আবদুল্লাহ আল মাহমুদ গণমাধ্যমকে বলেন, এই কবরস্থানে যাঁকেই দাফন করা হয়, তাঁর নাম নিবন্ধন খাতায় তোলা হয়। এটাই নিয়ম। 

১৫ আগস্টে নিহত ব্যক্তিদের নাম খাতায় নেই কেন এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমি দায়িত্বে আছি ১৭ বছর ধরে। ১৯৭৫ সালে যাঁরা দায়িত্বে ছিলেন, বিষয়টি তাঁরা বলতে পারতেন। তবে তাঁরা এখন আর কেউ এখানকার কাজের সঙ্গে নেই।’

বনানী কবরস্থান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। এব্যাপারে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঘাতকেরা চেয়েছিল সবার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে। এ কারণে নিবন্ধন খাতায় নাম লেখেনি। এটা জানার পর আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। মন্ত্রণালয় সবকিছু ঠিক করার অনুমতি দিয়েছে।’

মূল ফটক দিয়ে বনানী কবরস্থানে ঢুকলেই হাতের বাঁ পাশে এক সারিতে ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের কবর (বঙ্গবন্ধু ছাড়া)। সেখানে একটি ফলকে ১৮ জনের নাম ও বয়স লেখা। ১ নম্বরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নাম।

ঢাকা উত্তর সিটির আওতাধীন কবরস্থানগুলোতে সমাহিত ব্যক্তিদের একটি তথ্যভান্ডার তৈরি করেছেন গবেষকেরা। তথ্য যাচাইয়ে গত জুনে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও গবেষকেরা দেখতে পান যে বনানী কবরস্থানের নিবন্ধন খাতায়  ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের কারও নাম নেই। এরপরই আতিকুল ইসলাম নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নেন।

এম.এস.এইচ/

১৫ আগস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন