শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: কষ্টহীন —শরীফ আজহার

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কষ্টহীন

— শরীফ আজহার 

কষ্ট নেই!

আমার কষ্ট নেই।

আমার চোখ কষ্ট হারিয়েছে

আমার ক্ষিদে তুষ্ট হয়েছে

আমার স্বাভাবিকতা ছন্নছাড়া

অনুভব তন্দ্রাচ্ছন্ন

আমার বিশ্বাস ভূ-লুণ্ঠিত।

আমি বিনিদ্র আমাকে চিনেছি।


আমার কষ্ট নেই।

শ্বাশত মৃত্যুর কাছে সমর্পিত প্রিয় জননী

এবং পূর্ব পুরুষেরা। 

জানি, আমিও চলে যাবো।


আমার কষ্ট নেই।

কোন কোন পরাজয়ে বিজয় শেখায়

ত্রিশ লাখ আত্মত্যাগে আমার স্বাধীনতা।

কতো মুক্ত আমি! 

আমার কষ্ট নেই।


আমার কোনো কষ্ট নেই।

`ভালোবাসায় কষ্ট থাকে

আমার তো ভালোবাসাই নেই..

ভালোবাসা নেই।

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন: কবিতা: শতবর্ষে আমার প্রিয় বিদ্যালয়— খোকন কুমার রায়

কবিতা শরীফ আজহার

খবরটি শেয়ার করুন