সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কান পরিষ্কারে কটনবাড! বিপদ হচ্ছে না তো?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

কান পরিষ্কার করতে আমরা অনেকে ইয়ারবাড বা কটন সোয়াব ব্যবহার করে থাকি। সাময়িক স্বস্তি মিললেও এই বাড ব্যবহারের ক্ষতি কিন্তু অনেক বেশি। 

বিজ্ঞ চিকিৎসকদের মতে, "কানে বাড ব্যবহারে অনেক সময় শ্রবণশক্তি নষ্ট হয়ে যেতে পারে।" 

কানের ময়লা পরিষ্কারের জন্য ইয়ারবাড ব্যবহার করা যায় কিন্তু তা একেবারে কানের ভেতরে ঢোকানো যাবে না। অসাবধানতার কারণে এটি খুবই মারাত্মক হতে পারে। কটনবাড ব্যবহারের ফলে কানের ময়লা আরো ভেতরেও ঢুকে যাওয়ার  সম্ভাবনা থাকে। কানের মধ্য থেকে যতটা না ময়লা বের হয় তার চেয়ে বেশি ভেতরে থেকে যায়। 

এছাড়াও কানের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি, শোনার ক্ষমতা হারানোর ঝুঁকি এবং বিভিন্ন ধরনের সংক্রমণের আশংকা দেখা যায়। কটনবাড ব্যবহার সাময়িক আরাম দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা প্রবল। নষ্ট হয়ে যেতে পারে শরীরের ভারসাম্য। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কানের ভেতরে চামড়ার নানান সমস্যা ও ব্যথার কারণও কটনবাড। কান পরিষ্কারের জন্য ডাক্তারের কাছেই যাওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন তারা।

সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই সংবাদ। আরও নির্দিষ্ট তথ্যের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিন।  


ইয়ারবাড ব্যবহার শোনার ক্ষমতা হারানোর ঝুঁকি

খবরটি শেয়ার করুন