ছবি: সংগৃহীত
কোনাল-বিপ্লব সাহার কণ্ঠে ঈদেপ্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এবং সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল তাদের সৃষ্টিশীল ভূবনে নতুন আরও একটি চমক নিয়ে হাজির হয়েছেন। ঈদের আনন্দকে রাঙিয়ে দিতে তারা নিয়ে এসেছেন নতুন গান ‘সারা জীবন’। গানের কথা লিখেছেন অনুরূপ আইচ, সংগীত-রাজন সাহা, গানটি রেকডিং হয়েছে তানপুরা বাই জিয়াউল হাসান পিয়াল স্টুডিওতে।
র মডেল হয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেতা গাজী আবদুন নূর। অসাধারণ এই মিউজিক ভিডিওর চিত্র ধারণ করা হয়েছে মোনাস্ হোটেল অ্যান্ড রিসোর্টসহ আরও বিভিন্ন মনোরম সব লোকেশনে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গানের মিউজিক ভিডিওটির প্রকাশনা উৎসব হয় গত ১৭ এপ্রিল। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এবং সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী কোনালসহ মিউজিক ভিডিওর সঙ্গে সংম্পৃক্ত সুরকার, গীতিকার, মডেলসহ বিশ্বরঙ পরিবারের শুভ্যানুধ্যায়ীরা।
ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে বিপ্লব সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ-এর অফিসিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশিত হয়।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
ওটিটিতে হুমায়ূন আহমেদের ১০১টি নাটক, টেলিছবি ও সিনেমা