ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার অস্ত্র কারখানা সংশ্লিষ্টদের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন কিম জং উন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরুর আগ মুহূর্তে দেশটির সর্বোচ্চ নেতা এমন ঘোষণা দিলেন।
সোমবার (১৪ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানায়।
প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্র ও শনিবার গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানাগুলো পরিদর্শন করেন কিম। এসব কারখানায় কৌশলগত ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র ছোড়ার প্ল্যাটফর্ম, সাঁজোয়া যান ও কামানের গোলা প্রস্তুত করা হয়।
এসময় কিম জং উন বলেন, “ক্ষেপণাস্ত্র উৎপাদন নাটকীয়ভাবে বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সামনের সারিতে থাকা সেনা ইউনিটগুলোর চাহিদা পূরণ এবং তাদের আরো শক্তিশালী করা।”
তিনি আরো বলেন, “যুদ্ধ প্রস্তুতির গুণগত স্তর নির্ভর করে অস্ত্র শিল্পের উন্নয়নের ওপর এবং আমাদের সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে ত্বরান্বিত করতে অস্ত্র নির্মাণ কারখানাগুলো বিশাল দায়িত্ব রয়েছে।”
এদিকে উত্তর কোরিয়ার এমন ঘোষণার তাৎক্ষণিক প্রক্রিয়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আগামী ২১ থেকে ৩১ আগস্ট ‘উলচি ফ্রিডম গার্ডিয়ান’ নামের সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন