বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

গাজা নিয়ে জাতিসংঘে আবারো ভোট আজ, ইতিবাচক আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজায় সহায়তা বাড়ানোর বিষয়ে একটি প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট আবারো পিছিয়েছে। বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) এই ভোটাভুটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আরো বিলম্বিত হয়। 

অবশ্য শুক্রবার (২২শে ডিসেম্বর) এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। এছাড়া আমেরিকা যে পরিবর্তনগুলোর কথা বলেছিল সেটা তারা আদায় করে নিয়েছে এবং এখন প্রস্তাবটিকে সমর্থন করা যেতে পারে বলে জানিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় সহায়তা বাড়ানোর জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের ওপর ভোট আরো বিলম্বিত হয়ে শুক্রবারে গড়িয়েছে। যদিও ইসরায়েলের কট্টর মিত্র এবং ভেটো ক্ষমতার অধিকারী আমেরিকা এই প্রস্তাবে যে পরিবর্তনগুলো চেয়েছিল তা তারা আদায় করেছে এবং বলেছে, তারা এখন প্রস্তাবটিকে সমর্থন করতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত এই প্রস্তাবে বলা হয়েছিল, ‘গাজায় তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধ করতে হবে, বন্দিদের বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং গাজার সাধারণ মানুষের কাছে বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।’

আন্তর্জাতিক আইনের অধীনে সংঘাতের সকল পক্ষকে অবশ্যই তাদের বাধ্যবাধকতা মেনে চলার কথা উল্লেখ করে এই প্রস্তাবে জাতিসংঘের একটি পর্যবেক্ষণ ব্যবস্থা দ্রুত কার্যকর করারও অনুরোধ করা হয়।

গত সোমবার এই প্রস্তাবের ওপর ভোট প্রথমবার স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্র যেন নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দেয় সেজন্য নিরাপত্তা পরিষদের অন্যান্য দেশগুলোর কূটনীতিকরা সেদিন মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসেন।

প্রায় দুই সপ্তাহের আলোচনার পর এবং ভোটাভুটিতে ইতোমধ্যেই বেশ কয়েকদিনের বিলম্বের পরে আমেরিকার সাথে ২১শে ডিসেম্বর একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। এতে করে সংযুক্ত আরব আমিরাতের খসড়া রেজুলেশনটি এখন গৃহীত হতে পারে।

জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেছেন, ‘এই রেজুলেশনটিকে এখন আমরা সমর্থন করতে পারি’। তবে আমেরিকা এই প্রস্তাবের পক্ষে ভোট দেবে বা নাকি ভোটদান থেকে বিরত থেকে রেজুলেশনটি গৃহীত হওয়ার সুযোগ দেবে তা উল্লেখ করতে অস্বীকার করেন তিনি।

কূটনীতিকরা বলেছেন, ভোটাভুটি শুক্রবার পর্যন্ত বিলম্বিত হওয়ার আগে ভেটো-ক্ষমতাধারী রাশিয়া ও অন্য কিছু কাউন্সিল সদস্য ওয়াশিংটনকে সন্তুষ্ট করার জন্য করার জন্য প্রস্তাবে সংশোধনী আনা হয়েছে বলে রুদ্ধদ্বার আলোচনার সময় অভিযোগ করেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া অবশ্য বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে গাজায় একটি মনিটরিং মেকানিজম প্রতিষ্ঠা করার বিষয়টি প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল এবং এটিই ছিল আমেরিকার প্রধান আপত্তি। এর মাধ্যমে স্থল, সমুদ্র এবং আকাশপথের মাধ্যমে গাজায় সরবরাহ করা সকল মানবিক ত্রাণের চালান মহাসচিব এককভাবে নিরীক্ষণ করার ক্ষমতা পেতেন।

সূত্র: রয়টার্স 

এইচআ/  আই.কে.জে


আমেরিকা জাতিসংঘ গাজায় যুদ্ধবিরতি নিরাপত্তা পরিষদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন