সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

ঘড়ির পেছনে কত টাকা ব্যয় করেন হলান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

রোলেক্স, আউডেমার্স পিজে, পাটেক ফিলিপে, মাইক্রোমিলস্পেক—হলান্ডের কাছে আছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের আকাশচুম্বী দামের ঘড়ি । ছবি : টুইটার

ফুটবলাররা কিন্তু ঘড়ির ব্যবহারে পিছিয়ে নেই। বিশেষ করে সময়ের অন্যতম সেরা ফুটবলার, তর্ক সাপেক্ষে এই মুহূর্তে বিশ্বের সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ডের কথাই ধরা যাক। 

খুব অল্প সময়েই হলান্ড যেভাবে একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করেছেন, তাতে তাঁকে নিয়ে ভক্তদের কৌতূহল বেড়েই চলেছে। মাঠের বাইরে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকার জীবন কেমন, কতটা ফ্যাশন–সচেতন; এসব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই।

আজ হলান্ডের সংগ্রহে থাকা ঘড়িগুলো নিয়ে আলোচনা করা যাক। ২২ বছর বয়সী স্ট্রাইকারের কাছে অনেকগুলো বিশ্বখ্যাত ব্র্যান্ডের ঘড়ি আছে। এর মধ্যে কয়েকটির দাম সর্বনিম্ন ১ লাখ ইউরো (১ কোটি ১৬ লাখ টাকার বেশি)। ছিমছাম গোছের হলান্ড প্রায়ই এসব ঘড়ি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন।

হলান্ডকে সবচেয়ে বেশি দেখা গেছে আউডেমার্স পিজে কোম্পানির সোনার তৈরি রয়্যাল ওয়াক জাম্বো ঘড়িতে। এই ঘড়ির দাম প্রায় ৩ লাখ ২০ হাজার ইউরো (৩ কোটি ৭২ লাখ টাকা)। ব্লুবেরি পায়জামার সঙ্গে এই ঘড়িতে তাঁকে দারুণ মানিয়েছিল। ম্যান সিটি তারকার সংগ্রহে থাকা সবচেয়ে দামি ঘড়িও এটি।

সুইজারল্যান্ডের বিখ্যাত রোলেক্স কোম্পানির নাম কে না জানেন! রোলেক্সের একাধিক ঘড়ি আছে হলান্ডের কাছে। এর মধ্যে একটি ডেটোনা আইয়ের টাইগার মডেল, যার দাম ২ লাখ ৭২ হাজার ইউরো (৩ কোটি ১৭ লাখ টাকা)। গত বছর গ্রিসের মাইকোনোস দ্বীপে অবকাশ–যাপনের সময় তাঁর হাতে এই ঘড়ি দেখা গেছে।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২ মে ২০২৩)
 

রোলেক্সের ডেটোনা আইস ব্লু ডায়াল, ডেটোনা গ্রিন ডায়াল ও রুটবিয়ার মডেলের ঘড়িও আছে হলান্ডের সংগ্রহে। ঘড়ি তিনটির দাম যথাক্রমে ১ কোটি ৪৫ লাখ টাকা, ১ কোটি ১ লাখ টাকা ও ৫০ লাখ ১৫ হাজার টাকা।

হলান্ডের সংগ্রহে থাকা আরেকটি বিশেষ ঘড়ি পাটেক ফিলিপে কোম্পানির। নটিলাস ব্লু ডায়াল মডেলের ঘড়িটির দাম ১ লাখ ৩০ হাজার ইউরো (১ কোটি ৫১ লাখ টাকা)। আরেক সুইস ব্যান্ড ভাচেরন কন্সটানটিনের গোলাপি–সোনালি ঘড়িও আছে তাঁর কাছে। এর মূল্য ৭৬ হাজার ইউরো (৮৮ লাখ ৬৩ হাজার)।

এম/
 

ঘড়ি টাকা ব্যয় হলান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন