রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

চট্টগ্রামে 'প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম' নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

 'প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম' নামে চট্টগ্রাম থেকে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে৷

আজ রোববার (১৫অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

দলটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিন, মহাসচিব হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে চাকসুর নির্বাচিত জিএস আজিম উদ্দিন। নতুন এই রাজনৈতিক দলে বেশিরভাগ সদস্যই বিএনপির পদবঞ্চিত সাবেক নেতাকর্মীরা বলে দাবি করেছেন নাজিম উদ্দিন।

তবে বিএনপির নেতারা বলছেন, সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনের আগে আগে এই সংগঠন বানিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

লিখিত বক্তব্যে চাকসু ভিপি নাজিম বলেন, 'দেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি আমরা চাই না। ভাঙচুর, গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, হরতাল-অবরোধ রাজনীতির কোনো ভাষা হতে পারে না।'

'বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সংকট থেকে পরিত্রাণের উপায় হিসেবে একটি গণতান্ত্রিক ধারার উন্মেষ সময়ের দাবি। তাই আমরা সমমনা, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা একত্রিত হয়ে একটি ভিন্ন ধারার রাজনৈতিক প্লাটফর্ম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী,' বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজিম বলেন, 'প্রাথমিকভাবে দল ঘোষণার পর ঢাকায় কনভেনশন হবে নতুন দলের। সেখানে ১০১ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা করা হবে।'

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিন এ রাজনৈতিক দলে রয়েছেন বলে জানান তিনি। তবে নির্বাচনের আগে আগে নবগঠিত দলের নিবন্ধন কীভাবে হবে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

এ বিষয়ে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, 'সরকারের ইন্ধনে নির্বাচনের আগে আগে এই রকম দল ঘোষণা ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না। তারা এগুলো করে দলের নেতা কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ আছি।'

'যারা সেখানে গেছেন তারা দল থেকে দূরে আছেন, অনেকেই বহিস্কৃত, তাই দলের ভাবমূর্তি তাদের কাছে এখন কিছুই না। তবে নতুন দল দিয়ে নির্বাচন করানোর চেষ্টা সরকারের সফল হবে না,' বলেন তিনি।

১৯৯০ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয় ছাত্রলীগ থেকে ভিপি পদে নাজিম উদ্দিন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে জিএস পদে আজিম উদ্দিন বিজয়ী হন। এরপরে নাজিম বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আগের কমিটির সহসভাপতি ছিলেন। বর্তমান আহ্বায়ক কমিটিতে তাকে কোনো পদে রাখা হয়নি। পদে না থাকলেও দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। বিএনপি সূত্র জানায়, গত ৬ মাস তাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখা যায়নি।

একে/

চট্টগ্রাাম প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম নতুন রাজনৈতিক দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250