সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল

চমক রেখে দল ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের বেঙ্গালুরুতে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো লাল-সবুজ দলে জায়গা করে নিয়েছেন শেখ মোরছালিন, আলমগীর ও রফিকুল ইসলাম।

গত ১৩ মে ৩৫ জনের দল ঘোষণা করেছিল বাফুফে। গত ৩ জুন তা আরও ছোট করা হয়। পাঁচ জনকে বাদ দিয়ে ৩০ জনের দল নিয়ে শুরু হয়েছিল নতুন ক্যাম্প। সেই দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান শ্রাবণ, টুটুল হোসেন বাদশাহ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইমন ও এলিটা কিংসলে।

ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল ছিল এলিটা কিংসলের। আবাহনী লিমিটিডের হয়ে এবার ৯ গোল করেছেন তিনি।কিংসলেকে বাদ দিলেও বসুন্ধরা কিংসের সুমন রেজাকে চূড়ান্ত দলে রেখেছেন হ্যাভিয়ের। যদিও এবারের লিগে কোনো গোলই নেই তার।

সাফে এবার কঠিন গ্রুপে পড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে 'বি' গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।

আরো পড়ুন: ম্যান সিটির প্রথম নাকি ইন্টার মিলানের চতুর্থ

কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে শনিবার (১০ জুন) ঢাকা ছাড়বেন কাবরেরা শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুন কম্বোডিয়ার ফেনম পেন অলিম্পিক স্টেডিয়ামে। পরের দিনই ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।

সাফে বাংলাদেশের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম ।

ডিফেন্ডার: কাজী তারিক,  বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, ঈশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা।

মিডফিল্ডার: মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান।

এম/


ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250