রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল

চমক রেখে দল ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের বেঙ্গালুরুতে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো লাল-সবুজ দলে জায়গা করে নিয়েছেন শেখ মোরছালিন, আলমগীর ও রফিকুল ইসলাম।

গত ১৩ মে ৩৫ জনের দল ঘোষণা করেছিল বাফুফে। গত ৩ জুন তা আরও ছোট করা হয়। পাঁচ জনকে বাদ দিয়ে ৩০ জনের দল নিয়ে শুরু হয়েছিল নতুন ক্যাম্প। সেই দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান শ্রাবণ, টুটুল হোসেন বাদশাহ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইমন ও এলিটা কিংসলে।

ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল ছিল এলিটা কিংসলের। আবাহনী লিমিটিডের হয়ে এবার ৯ গোল করেছেন তিনি।কিংসলেকে বাদ দিলেও বসুন্ধরা কিংসের সুমন রেজাকে চূড়ান্ত দলে রেখেছেন হ্যাভিয়ের। যদিও এবারের লিগে কোনো গোলই নেই তার।

সাফে এবার কঠিন গ্রুপে পড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে 'বি' গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।

আরো পড়ুন: ম্যান সিটির প্রথম নাকি ইন্টার মিলানের চতুর্থ

কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে শনিবার (১০ জুন) ঢাকা ছাড়বেন কাবরেরা শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুন কম্বোডিয়ার ফেনম পেন অলিম্পিক স্টেডিয়ামে। পরের দিনই ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।

সাফে বাংলাদেশের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম ।

ডিফেন্ডার: কাজী তারিক,  বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, ঈশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা।

মিডফিল্ডার: মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান।

এম/


ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন