সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চিনিতেই ত্বক হবে উজ্জ্বল, চকচকে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

চিনিতেই ত্বক হবে উজ্জ্বল, চকচকে। ছবি: আফিয়া ইরা

চিনিকে শরীরের জন্য ক্ষতিকর বলা হয়। তাই অনেকের পছন্দের খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে চিনি দিয়ে তৈরি মিষ্টি খাবার।

তবে চিনিকে ত্বকের যত্নে অন্যতম সেরা উপাদান বলে জানিয়েছেন রূপবিশেষজ্ঞ শর্মিলা সিংহ ফ্লোরা। ত্বকের যত্নে চিনি যেভাবে ব্যবহার করবেন-

• অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন মুখে। ত্বকের মৃত কোষ দূর হবে এক বার ব্যবহারেই।

• ত্বকের উজ্জ্বলতা ফেরাতে চিনি খুব কাজের। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পর ধুয়ে নিন।  

• শীতে ঠোঁট ফাটার সমস্যা দূর করে কোমল করতে বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে।

• ওজন কমলে, বাড়লে বা প্রেগন্যান্সির সময় ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। বিরক্তিকর দাগগুলো দূর করতে কফি, চিনি ও অলিভ অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন সপ্তাহে মাত্র তিন দিন।

আরো পড়ুন: একটি শাড়ি পরাতেই নেন ২ লাখ টাকা!

চিনি কখনোই ত্বকে জোরে ঘষা দেবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। অবশ্যই হালকাভাবে ম্যাসাজ করবেন।

এম এইচ ডি/আইকেজে 

চিনি চকচকে ত্বক

খবরটি শেয়ার করুন