চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত শনিবার (২৩ সেপ্টেম্বর) পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী শহর হ্যাংঝুতে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডের সঙ্গে বৈঠকে বসেন। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ব্যাপারে একত্রে কাজ করছে নেপাল ও চীন। শনিবার ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হ্যাংঝুতে পৌঁছান প্রচণ্ড।
বৈঠককালে শি নেপালের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ব্যাপারে প্রচণ্ডের সাথে কথা বলেন।
প্রচণ্ড জানান, নেপাল চীনা প্রেসিডেন্ট শিয়ের প্রস্তাবিত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতি সমর্থন জানায়। একইসাথে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার তাগিদে চীনের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
হাংঝুতে নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এগিয়ে যান শি। তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল চীনে তার প্রথম সফর।
শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির উপর ভিত্তি করে বিগত ৬৮ বছর ধরে চীন ও নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে আসছে। নতুন অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে নেপালের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখার ব্যাপারে ইচ্ছা পোষণ করে চীন।
এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রচণ্ড। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান এশিয়ান দেশগুলোকে শক্তিশালী করে তুলবে এবং পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করবে।
হ্যাংঝু এবং ঝেজিয়াং-এর পাঁচটি শহর - নিংবো, ওয়েনঝো, জিনহুয়া, শাওক্সিং এবং হুঝো এ অনুষ্ঠানের আয়োজন করেছে। গত শনিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠানটি আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে।
আই. কে. জে/