বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ছাদবাগান পরিষ্কার রাখলে হোল্ডিং ট্যাক্স ছাড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছাদবাগান করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘যারা ছাদবাগান করবে সঙ্গে যথাযথভাবে পরিচর্যা করবে, যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশন এবং পৌরসভার জন্য প্রযোজ্য হবে।’

এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

আরো পড়ুন: শিক্ষা-জলবায়ু অগ্রাধিকার নিয়ে শেখ হাসিনা ও প্রিন্স রহিমের বৈঠক

তিনি বলেন, ‘ছাদবাগান করার জন্য কিছু আর্কিটেকচারাল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে। সংশ্লিষ্ট এলাকার মেয়র সর্বিক বিষয় ঠিক করে দেবেন।’

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন