বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ছেলেদের চেয়ে মেয়েদের কেন বেশি শীত লাগে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চারদিকে বইছে শীতের বাতাস। এখন ঠাণ্ডা থেকে বাঁচতে অনেকেই আলমারির গরম কাপড় গায়ে জড়িয়েছেন।কিন্তু আপনি জানেন কি? যে নারী এবং পুরুষদের একই রকম ঠাণ্ডা লাগে না। কিন্তু কেন?

চিকিৎসকদের মতে, পুরুষদের তুলনায় নারীরা বেশি ঠাণ্ডা অনুভব করেন। এর কারণ তাদের শারীরিক এবং অভ্যন্তরীণ গঠন।

যেসব কারণে নারীদের ঠাণ্ডা বেশি লাগে

পুরুষদের তুলনায় নারীদের বেশি ঠাণ্ডা লাগার কারণ তাদের মধ্যে পাওয়া মেটাবলিজম। মেটাবলিজমের কাজ হলো শরীরে এনার্জি লেভেল ঠিক রাখা। শরীরে যখন প্রচুর শক্তি থাকে, তখন তাড়াতাড়ি ঠাণ্ডা লাগে না। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মেটাবলিজম লেভেল কম। এই কারণেই তারা পুরুষদের তুলনায় বেশি ঠাণ্ডা অনুভব করেন।

আরো পড়ুন : মেয়েদের যে গোপন জিনিস পুরুষকে আকৃষ্ট করে

নারীদের পেশী কম থাকে

আরেকটি কারণ হল পুরুষদের তুলনায় নারীদের পেশী কম থাকা। এই পেশীগুলো শরীরকে উষ্ণ রাখে। এমন পরিস্থিতিতে নারীরা ঠাণ্ডায় দ্রুত কাঁপতে শুরু করেন। যদি আমরা ঘরের তাপমাত্রা সম্পর্কে কথা বলি, তবে সাধারণত ২০-২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই কাঁপতে শুরু করেন।

অবিলম্বে ডাক্তার দেখান

চিকিৎসকরা বলছেন, শীতকালে প্রচুর রোদ গায়ে লাগানোর পরেও যদি কেউ ক্রমাগত ঠাণ্ডা অনুভব করেন এবং সারাক্ষণ কাঁপতে থাকেন, তবে এটিকে একটি সাধারণ শারীরিক সমস্যা মনে না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি শরীরের অন্য কোনও বড় রোগের লক্ষণও হতে পারে। সময়মতো পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা করানো প্রয়োজন।

এস/ আই. কে. জে/ 

ছেলেদের মেয়েদের বেশি শীত

খবরটি শেয়ার করুন