বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জনমত জরিপে এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী বছর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাওয়া যাচ্ছে জনমত জরিপে। 

রয়টার্স/ইপসোস পরিচালিত নতুন এক জরিপে জনসমর্থনের দিক থেকে বাইডেনের ২ পয়েন্ট এগিয়ে আছেন ট্রাম্প। বাইডেনকে সমর্থন দিয়েছেন ৩৬ শতাংশ ভোটার। আর ট্রাম্পকে সমর্থন করেছেন ৩৮ শতাংশ ভোটার। অন্যদিকে ২৬ শতাংশ ভোটার কাকে সমর্থন করবেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি।

জরিপ বলছে, ব্যাপক জনসমর্থন নিয়ে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সামনের সারিতেই আছেন ট্রাম্প। ওদিকে, নতুন হুমকি হয়ে উঠছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। জনসমর্থনের দিক দিয়ে তাকে বিশেষত, বাইডেনের জন্য হুমকি হিসাবে দেখা হচ্ছে। 

অন্যদিকে, রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সমস্যা নিয়েই জর্জরিত। তার বিরুদ্ধে চারটি অপরাধের অভিযোগে বিচার চলছে। এসব মামলায় ২০২৪ সালের ৫ নভেম্বরে নির্বাচনের আগে তিনি দোষী সাব্যস্ত হয়ে গেলে সেটি তার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে।

জরিপে সামগ্রিকভাবে বহু ভোটারের মধ্যেই দ্বিতীয়বারের মতো বাইডেন-ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনীহা দেখা গেছে। ১০ জনে ৬ জন মার্কিনিই বলেছেন, তারা দেশের দ্বিদলীয় ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন। তৃতীয় কাউকে চান তারা।

আরো পড়ুন:  বাংলাদেশে ভোটাধিকার ইস্যুতে যা বললো জাতিসংঘ 

এই তৃতীয় বিকল্পই হয়ে উঠতে পারেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। ২০২৪ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ইতোমধ্যে তিনি কাগজপত্র দাখিল করেছেন। ৬৯ বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র হলেন হত্যাকাণ্ডের শিকার মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। জরিপে দেখা গেছে, তিনি ট্রাম্পের তুলনায় বরং বাইডেনের থেকে বেশি জনসমর্থন পেয়ে যেতে পারেন। সাম্প্রতিক একটি জরিপে কেনেডি জুনিয়রকে বাইডেন এবং ট্রাম্পের বিরুদ্ধে ২২ শতাংশ সমর্থন পেতে দেখা যায়।

ট্রাম্প এবং বাইডেন দুইজনেরই এমন কিছু কারণ আছে, যা নির্বাচনে তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ৮১ বছর বয়সী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের প্রথম বাধাই হল তার বয়স। তার ওপর দেশের অর্থনীতি, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের নিরাপত্তা এবং অপরাধ নিয়ে উদ্বেগও ভোটারদের ভাবাচ্ছে।

গত ৫-১১ ডিসেম্বর অনলাইনে দেশজুড়ে এ জরিপ চালানো হয় ৪ হাজার ৪১১ জনের ওপর। 

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/



ডোনাল্ড ট্রাম্প জনমত মার্কিন র্নিবাচন

খবরটি শেয়ার করুন