বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জি-২০ এর নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জি-২০ এর নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে আসন গ্রহণ করেছে আফ্রিকান ইউনিয়ন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জি-২০ শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তৃতার আগে মোদী আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানান। 

মোদী বলেন, “আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর স্থায়ী সদস্যপদ দেওয়ার প্রস্তাব করেছে ভারত। সবার অনুমোদন নিয়ে আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ এর স্থায়ী সদস্য হিসেবে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।”

পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানি বিশ্ব নেতাদের মধ্যে নিজের আসন গ্রহণ করেন।

এদিকে জি-২০ ব্লকের সম্প্রসারণ মোদীর জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক বিজয়। ভারতে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে তিনি আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টায় আছেন।

এম.এস.এইচ/ আই. কে. জে/  

জি-২০

খবরটি শেয়ার করুন