শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন *** ডাকসু–জাকসু–চাকসুর পর রাকসুতেও শিবিরের জয় *** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা

জিভের রঙ বলে দেবে আপনি কেমন মানুষ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই আপনি সুস্থ না কি অসুস্থ তা বোঝার উপায় রয়েছে। বিভিন্ন শারীরিক লক্ষণ রোগের বার্তা দেয়। এই যেমন জিভের কথাই ধরা যাক, জিভ দেখেই বোঝা সম্ভব আপনি সুস্থ না অসুস্থ! এমনকি আপনি কেমন মানুষ তাও জানা যায় জিভ দেখে।

শরীরে তিলের অবস্থান যেমন ব্যক্তিত্বের অনেক অজানা দিককে প্রকাশ করে। ঠিক তেমনই মানুষের জিভের রঙ, আকারও ভবিষ্যৎ ভাগ্যের ইঙ্গিত দেয়।

>> কালো জিভ

জিভ কালো হলে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। এরা দীর্ঘদিন এক চাকরি করতে পারেন না। ব্যবসা করলেও ঘন ঘন বদলান। জীবনে স্থিরতা কম। অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা থাকে।

>> হলুদ জিভ

হলুদ জিভ যাদের, তারা রোগভোগে ভোগেন ঘন ঘন। অত্যন্ত দুর্বল বিচারবুদ্ধির অধিকারী হন এরা।

>> লাল জিভ

যাদের জিভ লাল, দেখা গিয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন তারা। কোনওকিছুতেই সাফল্য এদের অধরা থাকে না। নিজেদের লক্ষ্যে ঠিকই পৌঁছান।

>> দুই রঙের জিভ

দুই রঙের জিভ যাদের, তারা কোনও নিয়ম মানেন না। এদের স্বাস্থ্যজনিত সমস্যায়ও হয় প্রচুর।

>> মোটা জিভ

মোটা জিভের ব্যক্তিরা কঠোর স্বভাবের হয়। রূঢ় কথা বলেন। এদের ভেবেচিন্তে কথা বলা উচিত। কারণ কথা বলার ধরনের জন্য মানুষ ভুল বুঝতে পারে।

আরো পড়ুন: সুন্দর দাঁতেই সুন্দর ভাগ্য!

>> জিভে তিল

জিভে তিল থাকলে, তারা ভালো বক্তা হন। ভালো রাজনীতিবিদ থেকে কূটনীতিবিদ হতে পারেন তারা। তবে অত্যধিক তাড়াহুড়া করার প্রবণতা থাকে এদের। যার ফলে নিজের ক্ষতি করে ফেলেন।

এম এইচ ডি/আইকেজে 

স্বাস্থ্য জিভের রঙ মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250