ছবি: সংগৃহীত
সিরিজের একমাত্র চারদিনের ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছিল বাংলাদেশের যুবারা। এরপর টানা দুই ওয়ানডেতেও হারের মুখ দেখে বাংলাদেশ। তবে অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১১ মে) শহীদ এইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। ৪১ ওভার ৪ বলে মাত্র ১৫৪ রানে অলআউট হয় হয় পাকিস্তান। অধিনায়ক সাদ বেগ করেন সর্বোচ্চ ৩৫ রান। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন বর্ষণ-জিসান আলম।
আরো পড়ুন: সৌদি আরবে লরিসকে সপ্তাহে ৪ কোটি টাকা বেতনের প্রস্তাব
১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৬ ওভারেই জয়ের দেখা পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৬ রান করেন আদিল। এছাড়া সিহাব জেমস ২৭ ও জিসান করেন ২৪ রান। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধান কমালো বাংলাদেশ।
এম/
খবরটি শেয়ার করুন