সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তা সমস্যা দ্রুত সমাধান করতে ভারতের সংসদীয় কমিটির সুপারিশ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

তিস্তা নদী - ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে তিস্তার পানি বণ্টন সমস্যা দ্রুত সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে। গত মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে প্রতিবেশী দেশগুলোর বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার জন্য একটি প্রতিবেদন পেশ করে সংসদীয় ওই কমিটি। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। 

এই কমিটির চেয়ারপারসন বিজেপির পিপি চৌধুরী। এছাড়া কমিটির সদস্যদের মধ্যে রয়েছে কংগ্রেসের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি, বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তা এবং লোকসভা ও রাজ্যসভার আরও ২৭ জন সাংসদ।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় পার্লামেন্টের যে প্রতিবেদন পেশ করা হয় তাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে সরকারকে স্থবির হয়ে থাকা তিস্তার পানি বণ্টন সমস্যা দ্রুত সমাধান করার সুপারিশ করা হয়।

এ বিষয়ে সুপারিশপত্রে বলা হয়, ‘কমিটি তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু সম্পর্কে অবগত এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য এই গুরুত্বপূর্ণ ইস্যুটি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে চায়।’

আরো পড়ুন: পর্যাপ্ত ফোর্স থাকলে দুই দলের সমাবেশের অনুমতি: ডিএমপি কমিশনার

এদিকে একই প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বিবেচনা করতে কেন্দ্রকে অনুরোধ করেছে ওই কমিটি এবং  মিয়ানমারের অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়টি মিয়ানমার সরকারের কাছে উত্থাপনেরও সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে এটাও বলা হয় যে, ভারতের উন্নয়ন প্রকল্পগুলো রাজনৈতিক অস্থিরতার দ্বারা প্রভাবিত হওয়া উচিত হবে না।

এম/


ভারত তিস্তা নদী সংসদীয় কমিটি

খবরটি শেয়ার করুন