রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স *** আ. লীগ ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান *** ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, ভুখা মিছিল ৩টায় *** তালেবান শাসকদের অবশ্যই ভারত–সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান

দিল্লীর সহযোগিতা প্রত্যাশী দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

১৫ তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এ সফর নিয়ে দেশটির ভারতীয় প্রবাসীরা শুধুমাত্র উচ্ছ্বসিতই নয় বরং তারা আশা করছেন যে ভারত দক্ষিণ আফ্রিকাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে। এছাড়া তারা নরেন্দ্র মোদীর সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেও ইচ্ছুক।

আলফা মেহতা নামে এক ভারতীয় গত ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার ভাদোদরাতে  বসবাস করছেন এবং হীরার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, হীরাজাতীয় খনিশিল্পের ক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে এবং ভারত দক্ষিণ আফ্রিকার অনেক বড় ক্রেতা।

তিনি জানান, ভারত দক্ষিণ আফ্রিকার সাথে তার সম্পর্ককে আরো গভীর করতে দেশটিকে স্বাস্থ্য এবং সবুজ শক্তি খাতে সহযোগিতা করতে পারে।

অন্য একজন বাসিন্দা, বিভা শর্মা বিগত ২৭ বছর ধরে জোহানেসবার্গে বসবাস করছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে নিজের আনন্দ প্রকাশ করেন।

তিনি বলেন, ভারতের টাটা, মহেন্দ্র এবং বেদান্তের মতো কোম্পানিগুলো দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে। নরেন্দ্র মোদীর এ সফর দুই দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে তিনি মনে করেন।

আলফেকো গ্রুপের সিইও শচীন আহুজা বলেন, মোদীর এ সফর ভারত ও দক্ষিণ আফ্রিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর অংশগ্রহণ ভারতের জন্যেও অত্যন্ত গৌরবের। এ সম্মেলন ভারত-দক্ষিণ আফ্রিকা উভয় দেশের অর্থনীতিকে সমুন্নত করতে সহযোগিতা করবে।

ব্রিকস মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার একটি জোট, যা বিশ্বের অর্থনীতির এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে। ব্রিকস শীর্ষ সম্মেলন সমস্ত উন্নয়নশীল দেশকে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির একটি সুযোগ করে দেয়।

চলতি বছরে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সাল থেকেই জোহানেসবার্গে এর শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

ব্রিকস বৈঠক শেষ করার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৫ আগস্ট গ্রিসে যাবেন। এ সফরে, তিনি তার গ্রিক প্রতিপক্ষ কিরিয়াকোস মিৎসোটাকিসের সাথে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার ব্যাপারে আলোচনা করবেন। তিনি সেখানকার ভারতীয় প্রবাসী এবং বড় বড় ব্যবসায়ীদের সাথেও আলোচনায় বসবেন বলে জানা গেছে। 

এম.এস.এইচ/

নরেন্দ্র মোদি ভারত-দক্ষিণ আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250