ছবি: সংগৃহীত
দেশের মানুষ এখন আর না খেয়ে মরে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘দেশ আগের তুলনায় অনেক দরিদ্রতা কমেছে। দেশে দরিদ্র মানুষ আছে তা ঠিক কিন্তু এখন সেই সংখ্যা দিন দিন কমছে। এখন কেউ না খেয়ে মরে না।’
রবিবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, ‘সরকার শহর গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সামনের দিনে আরও দারিদ্র্যতা কমবে। ক্ষুধা ও দরিদ্র কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের জন্য এক টানা কাজ করা প্রয়োজন। সরকার সেই কাজটাই করছে। দেশে এখনো ৪-৫ শতাংশ মানুষ অসহনীয় দরিদ্রতার মধ্যে আছে। সরকার সেটা কমানোর লক্ষ্যে এখন কাজ করছে। দেশে বৈষম্য আছে, কথাটি সত্য। আবার অনেকে বলছে দেশে বৈষম্য বেড়েছে, আসলে এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা, সম্পদ। যারা আগে থেকেই শিক্ষাতে এগিয়ে তারাই পরবর্তীতে সম্পদের মালিক হয়েছেন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার উদার নীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে।’
তিনি আরও বলেন, ‘ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেতেৃত্ব ভালো কাজের জন্য। আমার মনে হয়, আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবারের ওষুধ আর টয়লেট বেশি জরুরি।’
ওআ/
খবরটি শেয়ার করুন