রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায় *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির *** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা *** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে *** রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৩ই নভেম্বর থেকে

ধর্ম বদলের সাথে এবার অভিনয়ও ছাড়লেন দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

সংগৃহীত

এ বছরের শুরুতেই বাবা-মা হতে চলার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। টেলিভিশনের এই তারকা দম্পতি স্যোশাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়। 

আপাতত প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন ছোটপর্দার ‘সিমর’ দীপিকা। ইতিমধ্যেই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দীপিকা। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, মা হওয়ার পর ক্যারিয়ারে ইতি টেনে অভিনয়কে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

একজন গৃহবধূ আর মা হিসাবেই এবার বাঁচতে চান দীপিকা। স্বামী শোয়েবকেও এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দীপিকার কথায়, ‘আমি মাতৃত্বের এই পর্যায়টা খুব উপভোগ করছি। প্রথম সন্তানের মুখ দেখতে আমরা ব্যাপক উত্তেজিত। আমি খুব অল্প বয়স থেকে কাজ শুরু করেছি। এরপর একটানা ১৫ বছর কাজ করেছি। অন্তঃসত্ত্বা হওয়ার পরেই শোয়েবকে জানিয়েছিলাম, আমি আর কাজ করতে চাই না। গৃহবধূ ও মা হিসাবেই বাকি জীবনটা কাটাতে চাই’।  

ভারতীয় টিভি সিরিয়াল ‘শ্বশুরাল সিমরকা’ র সেটেই পরিচয় শোয়েব-দীপিকার। সেই সময় অবশ্য রৌনক স্যামসনের সঙ্গে সংসার করছিলেন দীপিকা। ২০১৫ সালে প্রথম বিয়েতে ইতি টানেন তিনি।

‘শোয়িকা’ জুটির সোশ্যাল মিডিয়ায় যেমন অনুরাগীর সংখ্যা অগুণতি, তেমন প্রায়শই কটাক্ষের শিকারও হন তারা। দিন কয়েক আগেই দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে ‘ভুয়ো’ বলে বিদ্রুপ করছিল যারা, তাদের একহাত নেন শোয়েব। এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেকে এমনটাও বলেছে দীপিকা নাকি বালিশ বদল করছে। আদৌ ও অন্তঃসত্ত্বা নয়। সবটাই লোক দেখানো। এইরকম নেতিবাচক মন্তব্য যারা করে তাদের মানসিকতা নিয়ে আমি আর কী বলব? পাত্তা দিতে চাই না’। 

আরো পড়ুন:

'বিষাক্ত সম্পর্ক’ থেকে বেরিয়ে এসে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার বিয়ের পর্ব সারেন দীপিকা। শোয়েবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। নাম পালটে রাখেন ফয়জা। 

বিয়ের পাঁচ বছরের মাথায় মাতৃত্বের সুখ পেতে চলেছেন এই দম্পতি। ২০১৮ সালে বিগ বস ১২ ট্রফি জেতেন টেলিভিশনের এই আদর্শ বহুরানি। ব্যক্তিগত জীবনেও একদম পারফেক্ট বউমা দীপিকা। গত দু-বছর থেকে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। শেষবার স্টার প্লাসের ‘কাঁহা হাম কাঁহা তুম’-এ দেখা গিয়েছে দীপিকাকে। 

এসি/আইকেজে 


ধর্ম দীপিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250