মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় কোনোভাবেই আমি দায়ী নই : ডা. সংযুক্তা সাহা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহা

সেন্ট্রাল হাসপাতালে প্রসবের সময় নবজাতকের মৃত্যু ও পরবর্তীতে লাইভ সাপোর্টে থাকা মায়ের মৃত্যু দায় হাসপাতাল কর্তৃপক্ষের বলে উল্লেখ করেছেন গাইনি বিশেষজ্ঞ সংযুক্তা সাহা। রাজধানীর পরীবাগে নিজ বাসায় মঙ্গলবার (২০ জুন) সংবাদ সম্মেলনে এ দাবি করেন অধ্যাপক ডা. সংযুক্তা সাহা।  

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারী মাহবুবা রহমান (আঁখি) কে ভর্তির সময় তিনি দেশেই ছিলেন না, এমনকি হাসপাতালে ভর্তির সময় ডা. সংযুক্তার সম্মতিও নেয়া হয়নি বলে দাবি  করেন তিনি। 

এর আগে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ হিসেবে ডা. সংযুক্তাকে যে অভিযুক্ত করেছেন, সে দায় ডা. সংযুক্তার নয় বলে পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। 

সাংবাদিকদের সাথে কথা বলার সময় তার বিদেশ সফরের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, অপারেশনের সময় তিনি বিমান ভ্রমণ করছিলেন। তাই তার পক্ষে ভিডিও কলে সংযুক্ত হয়ে পরামর্শ দেয়াও সম্ভব ছিল না। যেহেতু সে ঘটনার সময় দেশেই ছিলেন না এবং তার সম্মতিতে রোগী ভর্তি করা হয়নি, তাই এই মৃত্যুর ঘটনার কোনও দায় তার নয় বলে জানান বিশেষজ্ঞ ডাক্তার সংযুক্তা।  

এছাড়াও মাহবুবা রহমান আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় যে এফআইআর দায়ের করেছেন সেখানে সংযুক্তাকে অভিযুক্ত করা হয়নি বলেও তথ্য প্রধান করেন তিনি। 

ডা. সংযুক্তা জানান, ঐ নারীর চিকিৎসার ক্ষেত্রে সেন্ট্রাল হাসপাতালের চরম অবহেলা ছিল এবং ঘটনায় তিনি কোনভাবেই দায়ী নন। তার সুনাম ক্ষুন্ন করার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার দায় সংযুক্তার উপর চাপিয়েছেন। এ ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

আই. কে. জে/


নবজাতক ও মায়ের মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতালের : ডা. সংযুক্তা সাহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন