শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বরে জাতিসংঘের বৈঠক ভারতের গোয়াহাটিতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)

উত্তর-পূর্ব ভারতের আসামের রাজধানী গোয়াহাটিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আন্ত:সরকারি গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ২২ থেকে ২৪ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এফএও আন্ত:সরকার গ্রুপ (আইজিজি) চা উৎপাদন, ব্যবহার, বাণিজ্য ও মূল্য বিনিময় নিয়ে আলোচনা করে বিশ্ব বাজারে চায়ের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করে।

এফএও (খাদ্য ও কৃষি সংস্থা) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা পুরো পৃথিবীর মানুষের ক্ষুধা নিবারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে।

চায়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত ভারতের আসাম। সারা বিশ্বের মোট উৎপাদিত চায়ের ১২ শতাংশ উৎপাদিত হয় আসামে। বিশ্বের একক বৃহত্তম চা-উৎপাদনকারী অঞ্চল আসাম। এখানকার নিম্ন উচ্চতা, সমৃদ্ধ দোঁ-আশ মাটি, প্রচুর বৃষ্টিপাত, অনন্য জলবায়ু এ এলাকাকে চা উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে। 

চীনের হাংঝোতে অনুষ্ঠিত চায়ের উপর এফএও আন্ত:সরকারি গোষ্ঠীর ২৩ তম অধিবেশনে ভারতের তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান পি কে বেজবোরুয়াহ ভারতের সভাপতিত্বে ২৪ তম অধিবেশন আয়োজনের দাবি জানিয়েছিলেন।

তবে মহামারীর কারণে এ ২৪ তম অধিবেশন রোমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে।

২৪ তম অধিবেশনেও ভারত নিজেদের সভাপতিত্বে ২৫ তম অধিবেশন আয়োজনের দাবি জানায়। ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী, পীযুষ গোয়েল আসামে চা উৎপাদনের ২০০ বছর পূর্তি উপলক্ষে ২৫ তম অধিবেশন আসামের গোয়াহাটিতে আয়োজনের দাবি জানান৷ 

২২-২৪ নভেম্বর গুয়াহাটিতে চায়ের উপর ২৫ তম অধিবেশন আয়োজনের পাশাপাশি ভারত আরো দুইটি আন্তর্জাতিক চা সম্মেলনের পরিকল্পনা করছে।

এসকে/

চীন ভারত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা চা-উৎপাদনকারী অঞ্চল আসাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন