বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদি ও বাইডেনের বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফর নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। এই সফরে দেশ দুটির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার কথাও রয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৈঠকে মোদি-বাইডেনের মধ্যে জিই- এফ৪১৪ জেট ইঞ্জিন চুক্তির পাশাপাশি টেলিকম, সেমিকন্ডাক্টর ইত্যাদি প্রযুক্তিসহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও নতুন করে আলোচনা হতে পারে। তাছাড়া পারমাণবিক সহযোগিতা, বাণিজ্য, মহাকাশ, উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম এবং মাদকবিরোধী লড়াইয়েও দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হতে পারে।

আরো পড়ুন: জনবহুল দেশ ভারত এখন পর্যটনশিল্পেও চীনের প্রতিপক্ষ হতে প্রস্তুত

উভয়পক্ষই আন্তর্জাতিক মঞ্চে ‘স্বচ্ছতা এবং বাকস্বাধীনতা’র সবচেয়ে বড় দাবিদার। আসন্ন বৈঠকে সেই নিয়েও আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।


প্রযুক্তি খাতের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, ভারতে একটি সেমিকন্ডাক্টর উৎপাদন ইকোসিস্টেম গড়ে তোলা হবে। আর সেটির স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে। এর পাশাপাশি মাইক্রন গুজরাটে পরীক্ষাগার এবং প্যাকেজিং উৎপাদন কেন্দ্রে একটি বড় বিনিয়োগের ঘোষণাও করতে পারে। দু’টি মার্কিন সংস্থা কর্মী প্রশিক্ষণের জন্য একটি বড় ফ্যাসিলিটি চালু করবে বলে জানা গেছে।

৫-জি জন্য ওপেন রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক এবং নির্বাচিত ভারতীয় শহরে ৬-জি এর ঘোষণা দেওয়া হবে বলে ধারণা। ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন সম্ভবত এই পাইলট প্রকল্পের অর্থ প্রদান করবে। আসলে টেলিকম সেক্টরে চীনের হুয়াওয়ের আধিপত্য মোকাবিলা করতেই এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এত বেশি আগ্রহ বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে আরও কনস্যুলেট খোলার ঘোষণা দিতে পারে। এর ফলে দুই দেশের মানুষের সম্পর্ক গভীর করতে সহায়তা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র পুনরায় এইচ১বি ভিসা জারি করার অনুমতি দিতে পারে।

এসি/আই.কে.জে/


নরেন্দ্র মোদি জো বাইডেন

খবরটি শেয়ার করুন