নাজমুল হোসেন শান্ত - ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন টেস্টে, শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। ১৬৩ রানের ইনিংসে নাজমুল মেরেছিলেন ১৭টি চার, স্ট্রাইক রেট ছিল ৪৩.১২।
নাজমুলের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি এলো ১১৮ বলে, ১০০ রানের ইনিংসে এখন পর্যন্ত স্ট্রাইক রেট ৮৪.৭৪, এখনোই মেরেছেন ১৮টি চার। এ সেঞ্চুরিটি নাজমুলের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির মতো। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১১৮ বলে ১১৭ রানের ইনিংস, তাতে অবশ্য মেরেছিলেন ৫টি চার, তবে ছিল ৬টি ছক্কা।
আরো পড়ুন: আমি আগামী বিশ্বকাপ খেলব না: লিওনেল মেসি
অবশ্য আজ সেঞ্চুরি কাছে গিয়ে ধীরে এগিয়েছেন নাজমুল। ১০৬ বলে করেছিলেন ৯৬ রান। পরের ৪ রান করতে লাগল ১২ বল।
এ টেস্টে নাজমুল এসেছেন সীমিত ওভারের ভালো ফর্ম নিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে হওয়া ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছিলেন।
এম/