শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা পরিষদকে ‘বুড়োদের ক্লাব’ বললেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘বুড়োদের ক্লাব’ বলে বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (১৭ই ডিসেম্বর) বেঙ্গালুরুতে আয়োজিত ওই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, “নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ নতুন করে অন্য কোনো দেশকে আর স্থায়ী সদস্যপদ দিতে চায় না। এর অন্যতম বড় কারণ, তাদের ক্ষমতার চর্চা।” 

তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদে কারা সদস্য থাকবে তা আগে থেকে ঠিক করা। এই সদস্যরা ক্ষমতার লাগাম ছাড়তে চায় না। তারা পুরো ক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। জাতিসংঘ দিন দিন আরো ‘ব্যর্থ’ ও ‘অকার্যকর’ হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। বলেন, “এক দিক থেকে এটা গোটা মানব জাতির ব্যর্থতা। আমার মতে, এতে পুরো বিশ্বের ক্ষতি হচ্ছে। কারণ, বৈশ্বিক নানা বিরোধ সমাধানে জাতিসংঘ আরো অকার্যকর হয়ে পড়ছে । ”

 আরো পড়ুন: প্রথমবারের মতো এআই প্রযুক্তিতে ভাষণ দিলেন মোদি 

বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে জাতিসংঘে সংস্কার আনা প্রয়োজন বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।  তার মতে, ‘জাতিসংঘে সংস্কার আনা প্রয়োজন কি না জানতে চাইলে বিশ্বের বেশিরভাগই দেশই এর পক্ষে মত দেবে।’ 

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে ভারত। তবে পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স ভারতকে স্থায়ী সদস্য করার ব্যাপারে একমত নয়। 

সূত্র: এনডিটিভি

এইচআ/  আই.কে.জে


জয়শঙ্কর নিরাপত্তা পরিষদ বুড়োদের ক্লাব

খবরটি শেয়ার করুন