দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইবি শাখা ছাত্রলীগের কর্মী সভা ছবি : সুখবর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে এবং হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সভায় প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রলীগ কর্মী রতন কুমার রায়। পরে একে একে হলের অন্যান্য কর্মীরা বক্তব্য দেন। কর্মীরা প্রত্যেকে তাদের বক্তব্যে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান।
আরো পড়ুন : ইবিতে শাপলা ফোরামের সভাপতি পরেশ, সম্পাদক রবিউল
আবির/ এস/ আই.কে.জে/