ছবি: সংগৃহীত
আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কোলারাডো থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে প্ররোচনা দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দিয়েছে একটি স্থানীয় আদালত।
সংবিধানের যে ধারায় রায় দেওয়া হয়েছে, তা সচরাচর ব্যবহার করা হয় না। আমেরিকার ইতিহাসে আগে কোনও প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ব্যক্তির বিরুদ্ধে এই ধারা ব্যবহার করা হয়নি। ওই ধারা অনুযায়ী, যারা বিদ্রোহ করবেন, তারা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) বিচারকদের ৪-৩ ভোটে ঐতিহাসিক রায় দিয়েছে কোলারাডোর সুপ্রিম কোর্ট। তবে ট্রাম্পকে আপিলের সুযোগ দিতে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত রায় কার্যকর হবে না।
আরো পড়ুন: জাতিসংঘের নতুন উদ্যোগে আমেরিকার দ্বিমত
ট্রাম্পের প্রচার টিম বলছে- চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট। রায়ের বিরুদ্ধে মার্কিন ফেডারেল সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা
আগামী বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন শুধু কোলারাডোর ক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। যদিও কোলারাডোতে ডেমোক্রেটদের ভোট বেশি; তবে এখানে ভোট করতে না পারার প্রভাব পড়তে পারে ট্রাম্পের পুরো নির্বাচনের ফলাফলের উপর।
সূত্র: রয়টার্স
এইচআ/ আই.কে.জে
খবরটি শেয়ার করুন