বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র

ন্যাটোর সদস্য হওয়ার জন্য এখনও প্রস্তুত না ইউক্রেন: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন - ছবি: সংগৃহীত

ন্যাটোর সদস্য হওয়ার জন্য ইউক্রেন এখনও প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমি মনে করি না, এ পরিস্থিতিতে ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার জন্য প্রস্তুত।’

স্থানীয় সময় রোববার (৯ জুলাই) সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বাইডেন বলেন, 'যুদ্ধের মাঝামাঝি এই মুহূর্তে ইউক্রেনকে ন্যাটো পরিবারে আনতে হবে - সে বিষয়ে ন্যাটোতে ঐকমত্য রয়েছে বলে আমি মনে করি না। তবে এই প্রক্রিয়াটি শান্তিচুক্তির পরে হতে পারে।'

বাইডেন আরও বলেন, 'তাৎক্ষণিকভাবে ন্যাটোতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি খুবই অপরিপক্ব সিদ্ধান্ত হবে। তবে ন্যাটো অবশ্যই প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার বাহিনীকে নিরাপত্তা এবং সমরাস্ত্র সহায়তা দিয়ে যাবে, যাতে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করতে পারে।'

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হতে যাওয়া ন্যাটো বৈঠকের ঠিক আগে বাইডেন এ মন্তব্য করলেন। ন্যাটোর বৈঠকে ইউক্রেনের জোটের সদস্য হওয়ার বিষয়টি আলোচনার বড় অংশজুড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, লিথুয়ানিয়ায় যাওয়ার আগে আরও বেশ কয়েকটি দেশ সফর করবেন জো বাইডেন। এরই মধ্যে তিনি যুক্তরাজ্যে পৌঁছেছেন। জো বাইডেন লন্ডন সফরে প্রথমেই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার (১০ জুলাই) উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বাইডেনের। এতে তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে আলোচনা করবেন। যেসব দেশ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব দেশকে কীভাবে আর্থিক সহায়তা করা যায় তা নিয়েও কথা হবে দুজনের।

এরপর তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথেও দেখা করবেন। গত বছর অক্টোবরে ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এটা বাইডেনের সঙ্গে তার ষষ্ঠবারের মত বৈঠক। দুই নেতা ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন:পাকিস্তানি বধূকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন ভারতের শচীন

হোয়াইট হাউস বলেছে, বাইডেনের এবারের সফর শেষ হবে হেলসিংকি ভ্রমণের মাধ্যমে। সেখানে সদ্য ন্যাটোতে যোগ দেয়া ফিনল্যান্ডসহ নর্ডিক নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি।

এম/


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন