শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমাদের মোকাবিলায় ব্রিকসের বিস্তার চান জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

পশ্চিমাদের মোকাবিলায় ব্রিকস জোটের সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবার (২৩ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় জোটের শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে দেয়া ভাষণ দেন।

শি জিনপিং বলেন, “বিশ্ব বড় পরিবর্তন, বিভাজন এবং পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, অস্থিরতা ও রূপান্তরের একটি নতুন যুগে প্রবেশ করেছে। আমাদের ব্রিকস দেশগুলোর সর্বদা ঐক্যের মাধ্যমে নিজেদের শক্তিশালী করার প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য মনে রাখা উচিত।”

তিনি বলেন, “বিশ্বব্যাপী শাসন ব্যবস্থায় আরও ন্যায়সঙ্গত করার জন্য ব্রিকস জোটকে আরও সম্প্রসারণ করা প্রয়োজন।”

আরো পড়ুন: চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিশ্বের নেতৃস্থানীয় উন্নয়নশীল দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার ব্লকের নেতারা জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন। এতে ব্লকে নতুন দেশকে নেয়ার  জন্য একটি কাঠামো এবং মানদণ্ড প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা এজেন্ডায় রয়েছে।

যদিও প্রকাশ্যে ব্রিকস সদস্য দেশগুলো সম্প্রসারণের প্রতি সমর্থন জানিয়েছে, কিন্তু কীভাবে এবং  কতটা দ্রুততার সঙ্গে সম্প্রসারণ করা হবে তা নিয়ে ব্লকের মধ্যে মতভেদ রয়েছে।

গত মাসে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বলছেন, ৪০টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ব্রিকস সম্প্রসারণের বিষয়ে তার এবং শি জিনপিংয়ের অবস্থান একই রয়েছে। কিন্তু ব্রাজিল এবং ভারতের পক্ষ থেকে বিরোধিতা এসেছে। এ দুটি দেশ পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে।

ব্লকটিকে যুক্তরাষ্ট্র এবং সাতটি ধনী অর্থনীতির গ্রুপ জি-৭ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলার ধারণা প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

এদিকে আধিপত্য রক্ষায় পশ্চিমা বিশ্ব ইউক্রেন সংকট তৈরি করেছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে ভিডিও লিঙ্কে দেয়া ভাষণে তিনি এই দাবি করেন।

ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করে রুশ প্রেসিডেন্ট বলেন, কিছু দেশ উপনিবেশবাদ প্রচার করছে, যা ইউক্রেনে ভয়াবহ সংকট তৈরি করেছে।

পুতিন বলেন, “আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টার এবং জনগণের নিজেদের উন্নয়নের অধিকারের ভিত্তিতে বিশ্বব্যবস্থাকে সমর্থন করে ব্রিকস জোট।”

এসকে/ 


শি জিনপিং ব্রিকস জোট দক্ষিণ আফ্রিকা

খবরটি শেয়ার করুন