ছবি : সংগৃহীত
পাবনায় বহুল কাঙ্ক্ষিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পাবনার হেমায়েতপুরে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, অবকাঠামোসহ আধুনিক হাসপাতালের সব ব্যবস্থা এর সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু চিকিৎসকদের সেবার মানসিকতা থাকতে হবে। গণমুখী চিকিৎসা সেবায় তাদের মনোনিবেশ করতে হবে।
তিনি পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
নির্মাণকাজ উদ্বোধনকালে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন অন্ধকারে থাকা হাসপাতাল প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার পর তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, ‘হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ চলে কীভাবে?’ এরপর প্রধানমন্ত্রী প্রকল্পটি একনেকে অনুমোদন করেন। এক্ষত্রে পরিকল্পনামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই আমাকে সহযোগিতা করেছেন।
রাষ্ট্রপতি বলেন, হাসপাতাল একটি মেডিকেল কলেজের অপরিহার্য অঙ্গ। কিন্তু ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই মেডিকেল কলেজের হাসপাতাল না থাকায় মেডিকেল শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিল। শিক্ষার্থীদের শহরে ভগ্নদশার পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে হাতে-কলমে শিক্ষাসহ ইন্টার্নশিপ করতে হতো। এখন আর তাদের এই সমস্যা থাকবে না।
এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। রাত ৯টার দিকে পাবনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশে রওনা দিয়ে সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন। এরপর ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন তিনি।
এসকে/
মেডিকেল কলেজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা ভিত্তিপ্রস্তর স্থাপন
খবরটি শেয়ার করুন