উসমানে ডেম্বেলে - ছবি: সংগৃহীত
বার্সেলোনার ফরাসি উইঙ্গার উসমানে ডেম্বেলের দলবদল নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। ফরাসি জায়ান্ট পিএসজি দলে ভেড়াতে চাই ডেম্বেলেকে। ডেম্বেলেও নাকি পিএসজিকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন বলে জানা গ
দলদলের বাজারে বিশ্বস্ত নাম ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন উসমান দেম্বেলে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী উইঙ্গার ৫ বছরের চুক্তিতে স্বদেশি ক্লাবে নাম লেখাচ্ছেন। তাঁকে পেতে পিএসজিকে দিতে হবে ৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকার কাছাকাছি। দেম্বেলে পিএসজিকে মৌখিক সম্মতি দিয়েছেন বলেও দাবি করেছেন রোমানো। পিএসজিও চিঠি দিয়ে বার্সাকে বিষয়টি নিশ্চিত করেছে।
রোমানোর মতে, পিএসজিতে যাওয়ার বিষয়ে কোনো আপত্তি করেননি ডেম্বেলে। প্যারিসিয়ানদের সঙ্গে পাঁচ বছরের চুক্তির কথা হয়েছে তার এজেন্টের। এমবাপ্পের দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তার অভাব পূরনেই ডেম্বেলের দিকে ঝুঁকেছে পিএসজি।
এদিকে, স্প্যানিশ সাংবাদিক জেরার্দ রোমেরো জানিয়েছেন, বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে দেম্বেলের এজেন্ট মুসা সিসোকোর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দেম্বেলেকে ধরে রাখার ব্যাপারে তাই কোনো আলোচনাই করতে চান না লাপোর্তা।
সাংবাদিক রোমানো ও রোমেরোর তথ্য ধরে দুইয়ে দুইয়ে চার মেলালে দেম্বেলের পিএসজিতে যাওয়া একরকম নিশ্চিত।
আরো পড়ুন:চেলসিতে পচেত্তিনোর প্রথম ট্রফি
এদিকে, পিএসজির পক্ষ থেকে ইতোমধ্যেই বার্সেলোনার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই সপ্তাহের মধ্যেই পিএসজির সঙ্গে চুক্তি করে ফেলতে পারেন ডেম্বেলে।
এম/