বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পুতিন-এরদোয়ান বৈঠকের আগে ফের ইউক্রেনে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ইজমাইল বন্দর। ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগ মুহূর্তে ইউক্রেনের অন্যতম বৃহত্তম বন্দর ইজমাইলে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

সোমবার (৪ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার দক্ষিণ উপকূলের সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে।  তাদের আলোচনায় কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহন চুক্তি গুরুত্ব পাবে। তবে আলোচনার আগে সকালে ইউক্রেনের অন্যতম বৃহত্তম বন্দর ইজমাইলে দফায় দফায় ড্রোন হামলা চালায় রাশিয়া। এসময় ইউক্রেনের বিমান বাহিনী ইজমাইল বন্দর থেকে লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানায়।

ওডেসার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামের এক পোস্টে বলেন, “দক্ষিণাঞ্চলে ১৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এসব হামলার কারণে বন্দরের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বসতি, গুদাম ও উৎপাদন ভবন, কৃষি যন্ত্রপাতি এবং শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাশিয়ার এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

এম.এস.এইচ/ আই.কে.জে

রাশিয়া-ইউক্রেন পুতিন এরদোয়ান

খবরটি শেয়ার করুন