সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ হলো মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’র পোস্টার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প আজও বড়-ছোট সবার কাছে পরম আকর্ষণের। তার গল্প-উপন্যাস থেকে নির্মিত হয়েছে অনেক নাটক ও সিনেমা। সেগুলো দর্শক মহলে সমাদৃত হয়েছে।

রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ ছোট গল্প অবলম্বনে এর আগে একাধিক পরিচালক সিনেমা নির্মাণ করেছেন। এবার কলকাতার পরিচালক সুমন ঘোষ নিয়ে আসছেন ‘কাবুলিওয়ালা’।

আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনীত  সিনেমা ‘কাবুলিওয়ালা’। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুন: রাঘব-পরিণীতির আদুরে দীপাবলি উদযাপন

চলতি বছরের শুরু থেকেই এ সিনেমা নিয়ে অনুরাগীদের বেশ কৌতূহল দেখা যাচ্ছে।  মঙ্গলবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক শিশুদিবস। এমন বিশেষ দিনে নির্মাতা সিনেমার পোস্টার প্রকাশ করলেন।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, কলকাতার রাস্তায় কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি। সুমন ঘোষ পরিচালিত এ সিনেমার প্রেক্ষাপট এবং নির্মাণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। সিনেমায় মিনির চরিত্রে অভিনয় করেছে ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি।

অন্যদিকে মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।

এসি/ আই. কে. জে/ 



মিঠুন চক্রবর্তী ‘কাবুলিওয়ালা’

খবরটি শেয়ার করুন