রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয় সন্তানেরা, তোমরা আমার শক্তির উৎস —ইতি মামনি

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

প্রিয় সন্তানেরা,

উৎস, উচ্ছ্বাস ও আমার কন্যা উজাইহা। সবচেয়ে ভালোবাসি তোমাদের- আমার দুই পুত্র ও এক কন্যা। তোমরা আমার শক্তির উৎস। আমার অনুপ্রেরণা।

তোমাদের মামনি তোমাদের বেশি সময় দিতে পারে না। কারণ মায়ের সংসারের কাজ থাকে। তোমার মা একজন নারী উদ্যোক্তা। তোমাদের যা কিছু প্রিয় তা-ই তোমাদের মামনি সব সময় দেওয়ার চেষ্টা করে এসেছে। খেলনা হোক, পোশাক হোক, বিরিয়ানি, তেহারি ইত্যাদি যে সব কিছু তোমাদের প্রিয় তা সবকিছু তোমাদের মায়েরও প্রিয়। 

তোমাদের কেউ এখন পর্যন্ত চিঠি লেখোনি, হয়তো ভবিষ্যতে লিখবে। আজ আমি তোমাদের চিঠি লিখেছি। তোমরাও আমাকে লিখতে পারো। আমার জন্মদিনে তোমরা আমাকে উইশ করে সুন্দর সুন্দর কথা লিখেছিলে। এভাবেই চিঠিও লিখতে পারবে। আমাকে সারপ্রাইজ দিয়েছিলে, আমি খুব খুশি। তোমরা কেবল ক্লাস ফোর ও টু-এ পড়ো। উজাইহা মামনিতো এক বছরের। ভালো থেকো সব সময়। 

——ইতি 

তোমাদের মামনি

আরও পড়ুন : বাবারে! মনে হয় বুকের মাঝে তোরে শক্ত করে বেঁধে রাখি

এস/ আই. কে. জে/

চিঠি প্রিয় সন্তানেরা শক্তির উৎস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন