বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফেভারিট যেই হোক, আমরা সিরিজ জিততে চাই: সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: সুখবর

টেস্টে ঐতিহাসিক জয়, তারপরেই ওয়ানডেতে হতাশাজনক সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিইরজে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে সিরিজ হারার পর কিছুটা ব্যাকফুটেই রয়েছে টিম টাইগার্স।টি-টোয়েন্টি পরিসংখ্যানেও আফগানরা ফেভারিট। তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এসব মানতে চান না। তার একটাই লক্ষ্য, আফগানদের বিপক্ষে সিরিজ জয় করা।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিইরজের প্রথম ম্যাচে আগামীকাল (শুক্রবার) সিলেট  আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের ভাবনার কথা জানান টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। 

আফগানদের সঙ্গে এ পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাতে ৬ বারই জিতেছে মধ্যপ্রাচ্যের দেশটি, টাইগারদের জয় মাত্র ৩টিতে। তবে এতো পরিসংখ্যান বা ফেভারিট তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে চান না সাকিব। তিনি বলেন, 'আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।'

প্রতিপক্ষ কেমন কি কি সেসব নিয়ে চিন্তা না করে নিজেদের কাজটাই ঠিকমতো করতে চান জানিয়ে সাকিব বলেন, 'আমার কাছে মনে হয় আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি।'

আরো পড়ুন:যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টে এবার ‘মেসি চিকেন স্যান্ডউইচ’

টি-টোয়েন্টিতে যে কোনো কিছু হতে পারে বলে সাকিব জানান, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন