রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩৩ লাখ টাকা দান করলেন আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩৩ লাখ টাকা দান করলেন আমির খান

এবছর বর্ষার বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ভারতের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিমাচল প্রদেশ। পাহাড়ের কোলে এর সাজানো সুন্দর সব শহর একেবারেই রূপ হারিয়েছে।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা। ভারত সরকারের পক্ষ থেকে হিমাচলের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তৈরি করা হয়েছে ‘অপড়া রহত কোষ’। আর সেই তহবিলেই ২৫ লাখ রুপি দান করেছেন বলিউড তারকা আমির খান। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।

আমির খান এই প্রথম নয়, এর আগে বিভিন্ন সময়ে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে তিনি অর্থ দিয়ে সাহায্য করেছেন অনেক কঠিন পরিস্থিতিতে।

আমির খানের এ সাহায্যে তাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। তিনি জানিয়েছেন, এ অর্থ গৃহহারাদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে।

দেওয়া হবে ত্রাণও। যদিও সোশ্যাল মিডিয়ায় এ সাহায্যের খবর প্রচার করেননি আমির। চিরকালই তিনি প্রচার বিমুখ। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন এ তারকা।

আরো পড়ুন: বেগম রোকেয়ার বই অবলম্বনে সিনেমা করেছেন বিদেশী নারী নির্মাতা

বর্তমানে আমির খান সিনেমা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছেন। তার সবশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি এ সিনেমা। আমিরের এর আগের বেশ কয়েকটি সিনেমার ব্যবসাও উল্লেখযোগ্য ছিল না।

এ কারণে তার হাতে একাধিক সিনেমার কাজ থাকলেও আপাতত মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত না হলে সিনেমার কাজে হাত দেবেন না বলেই জানিয়েছেন আমির।

সম্প্রতি আমির খানকে উজ্জ্বল নিকুম্ভের বায়োপিকে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। সেই সিনেমা মুক্তি পাবে আগামী বছর। এ সিনেমা নিয়ে এর চেয়ে বেশি মুখ খুলতে চাননি আমির।

পর পর সিনেমার ব্যর্থতা নিয়ে একটু হতাশ আমির খান। কিন্তু আমির অনুরাগীরা আশা করছেন শাহরুখ খানের মতো কামব্যাক করে সিনেমাপ্রেমীদের বিস্মিত করবেন।

এসি/ আই.কে.জে



আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250