শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণবাদের বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় গিনির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা - ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে চরমভাবে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তাকে শুধু বানর বলাই নয়, তার মৃত্যু পর্যন্ত কামনা করেছিলেন ভ্যালেন্সিয়ার বর্ণবাদী সমর্থকরা। যে কারণে মাঠেই কেঁদে দিয়েছিলেন ভিনি।

ওই ঘটনার পর ফুঁসে ওঠে পুরো ফুটবল দুনিয়া। দেশে দেশে হয় প্রতিবাদ। বিশেষ করে ভিনিসিয়ুসের দেশ ব্রাজিলে। সেখানে তুমুল বিক্ষোভ হয় বর্ণবাদের বিপক্ষে। দেশটির প্রেসিডেন্ট পর্যন্ত এর বিপক্ষে কথা বলেছেন।

তবে, ব্রাজিল ফুটবল দল আরও একধাপ এগিয়ে। তারা সতীর্থ ভিনিসিয়ুসের পাশে থাকার ঘোষণা দিয়ে জানায়, বর্ণবাদবিরোধী দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবে তারা দুটি আফ্রিকান দেশের বিপক্ষে।

বর্ণবাদের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি পাওয়া স্পেনের মাটিতেই প্রথম ম্যাচটি খেলবে ব্রাজিল। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় আফ্রিকান দেশ গিনির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়ার পর মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে ২-১ গোলে হেরেছে ব্রাজিলিয়ানরা। এবার আরেক আফ্রিকান দেশ গিনির বিপক্ষে কী করেন তারা, সেটাই দেখার বিষয়।

আরো পড়ুন: মিরপুর টেস্টে আফগানদের হারিয়ে ইতিহাসের পাতায় বাংলাদেশ

অন্যদিকে গিনি আফ্রিকান নেশন্স কাপের কোয়ালিফায়ারে দুই ম্যাচ টানা জয়ের পরও মিশরের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। মিশর উঠে গেছে নেশন্স কাপে। সুতরাং, গিনিও আজ উজ্জীবিত হয়ে মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে।

তবে সবচেয়ে বড় বিষয়, এই ম্যাচে ব্রাজিলের নেতৃত্ব থাকবে ভিনিসিয়ুসের কাছে। ফিফার বর্ণবাদ বিরোধী লড়াইয়ের কমিটিতে এমনিতেই প্রধান নিয়োগ করা হয়েছে ভিনিকে। আজ বর্ণবাদের বিপক্ষে যে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনার মাটিতে, সেখানে কেমন সাড়া পড়ে সেটাই দেখার।

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন