সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে: চরমোনাই পীর *** ফানুস উৎসবে বর্ণিল চট্টগ্রামের আকাশ *** এখন থেকে যেকোনো ভিসা নিয়ে ওমরাহ পালন করা যাবে: সৌদি আরব *** মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ই ডিসেম্বর *** বুলবুলই ফের বিসিবির সভাপতি, সহসভাপতি পদে চমক *** ইতিহাস গড়ে সোনার ভরি দুই লাখের ওপরে *** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি

বস্তায় আদা চাষ করে সফল কৃষক রোকনুজ্জামান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দিনাজপুরের হিলিতে প্রথমবার বস্তায় আদা চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন কৃষক রোকনুজ্জামান। উপজেলার নয়ানগর গ্রামে নিজের লিচু বাগানে ২৭০টি বস্তায় আদা রোপন করেছেন তিনি। বস্তাপ্রতি খরচ হয়েছে ৫০ টাকা করে। এই আদা বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা বিক্রির আশা করছেন তিনি।

শখের বসে প্রথমবার ২৭০টি বস্তায় আদা চাষ করেছেন তিনি। আদার ফলন ভালো হওয়ায় পরবর্তীতে ৫ হাজার বস্তায় আদা চাষের প্রস্তুতি নিচ্ছেন তিনি। কৃষি অফিস প্রতিনিয়ত তার আদা চাষ দেখভাল করছে এবং সার্বিক সহযোগিতা করছে। তার আদা চাষে সাফল্য দেখে এলাকাবাসী অনেকে বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

আরো পড়ুন: কমলা চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন যুবক ফারুকের

আলতাফ হোসেন নামে ওই এলাকার এক ব্যক্তি বলেছেন, আমি রোকনুজ্জামান ভাইয়ের লিচুবাগানে বস্তায় আদা চাষ দেখতে এসেছি। আমার জমিতে প্রায়ই আদা চাষ করে থাকি। কিন্তু, তেমন ভালো ফলন হয় না। রোকনুজ্জামান ভাইয়ের বাগানের মধ্যে বস্তায় আদা চাষ দেখছি, অনেক ভালো হয়েছে। আমিও চিন্তুা করছি, তার মতো বস্তায় আদা চাষ করব।

গ্রামবাসী লিয়াকত হোসেন বলেন, বর্তমান বাজারে আদার কেজি ২০০ টাকার বেশি। বস্তায় আদা চাষ করলে নিজের চাহিদা পূরণ করে বিক্রিও করতে পারব।

স্থানীয় বাসিন্দা রাজু মিয়া বলেন, রোকনুজ্জামান ভাই বাগানের ভিতর আদা চাষ করেছেন। এতে বাড়তি তেমন জায়গার প্রয়োজন হয়নি। আমিও আমার বাড়ির ছাদে বস্তায় আদা চাষ করব।

আদাচাষি রোকনুজ্জামান বলেন, প্রথমে আমি শখের বসে এবং পরীক্ষামূলকভাবে নিজের লিচুবাগানের ভিতর ২৭০টি বস্তায় আদা চাষ করেছি। প্রতিটি বস্তায় আদার ভালো ফলন দেখতে পাচ্ছি। উপজেলা কৃষি অফিস আমাকে সার্বিক সহযোগিতা করছে। আমি আগামীতে ৫ হাজার বস্তায় আদা চাষ করার পরিকল্পনা করছি। আশা করছি, আমি সফল হবো। আমার আদা চাষ দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন।

এসি/ আই. কে. জে/ 


বস্তায় আদা চাষ রোকনুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250