সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

বিশ্ব পর্যটন দিবসের গুরুত্ব ও ইতিহাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ আর্থিক সংকট মোকাবেলা করার জন্য এক দেশের মানুষ অন্য দেশে ব্যবসা-বাণিজ্যের জন্য পর্যটন শুরু করেন। এ পর্যটনের মাধ্যমে এক দেশের সাথে অন্য দেশের যেমন বন্ধুত্ব সৃষ্টি হয় তেমনি দেশগুলোর মধ্যে আর্থিক উন্নয়ন ও প্রসার বিস্তার লাভ করে।

পর্যটনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান ও দেশের বন্ধুত্ব দেখে সকলকে নিয়ে গঠিত হয় আন্তর্জাতিক ভ্রমণ সংস্থা। বিষয়টির ফলশ্রুতি দেখে জাতিসংঘ পর্যটনের উপর বিশেষ নজর দেয়। জাতিসংঘ লক্ষ করে যে পর্যটনের অন্তর্ভুক্ত দেশগুলো বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করে যা যেকোনও দেশের উন্নতি ও বন্ধুত্ব গড়ে উঠতে সহায়তা করে। ঠিক তখন থেকেই বিশ্ব পর্যটন দিবস পালনের একটি উদ্যোগ নেয় জাতিসংঘ।

বিশ্ব পর্যটন দিবস প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালিত হয়। দেশ ও বিদেশের পর্যটন গন্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দর্শনীয় গন্তব্যে ভ্রমণকারীদের আকৃষ্ট করার লক্ষ্যেই এই দিনটি পালন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন দেশ মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করতে দেশে ক্রমাগত পরিকাঠামো বাড়াচ্ছে, যাতায়াতের মাধ্যম থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, কাস্টমস এবং পর্যটন স্থানের সৌন্দর্যায়ন এসব বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

পর্যটন দিবসের থিম

প্রতি বছর বিশ্বের একটি করে দেশ বিশ্ব পর্যটন দিবসের আয়োজন করে। এই বছর সৌদি আরব বিশ্ব পর্যটন দিবসের আয়োজন করছে। ২০২২ সালে এই দিনটি ইন্দোনেশিয়া আয়োজন করেছিল। এই বছর বিশ্ব পর্যটন দিবস ২০২৩-এর থিম হলো পর্যটন এবং সবুজ বিনিয়োগ।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে সারা বিশ্বে পর্যটনের ব্যাপক ক্ষতি হয়েছে, যার কারণে অনেক দেশের (যাদের অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল) ব্যাপক ক্ষতি হয়েছে। এসব দেশগুলো এখন ধীরে ধীরে তাদের আগের অবস্থায় ফিরছে।

আরো পড়ুন: টেকনাফ-সেন্টমার্টিন রুটে পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু

পর্যটনের ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হয়। মালদ্বীপ, সিঙ্গাপুর এবং দুবাইয়ের মতো অনেক দেশ তাদের পুরো অর্থনীতিই পর্যটনের ওপর নির্ভরশীল। এই কারণেই পর্যটনের প্রচার ও আকর্ষণের জন্য প্রতি বছর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। বিশ্ব পর্যটন দিবস আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন বৃদ্ধিতে সাহায্য করে এবং দেশগুলিকে একে অপরের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করে।

এসি/ আই. কে. জে/ 


বিশ্ব পর্যটন দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন